মুসলিম ছাত্রীকে হেনস্থা 'গেরুয়া চাদর'দের, হিজাব বিতর্কে কর্নাটকে ৩ দিন বন্ধ স্কুল-কলেজ

মান্ড্যর (Mandya) এক কলেজে হেনস্থার মুখে এক মুসলিম ছাত্রী। কর্ণাটকে (Karnataka) হিজাব বনাম গেরুয়া চাদর বিতর্ক (Hijab Vs Saffron Scarf Row) অন্য মাত্রা নিতেই স্কুল-কলেজ বন্ধ করলেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Basavaraj Bommai)।
 

ভিন্ন মাত্রা নিল কর্ণাটকের (Karnataka) কলেজে হিজাব বনাম গেরুয়া চাদর বিতর্ক (Hijab Vs Saffron Scarf Row )। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে এক বোরখা পরিহিতা ছাত্রীকে, জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে গেরুয়া চাদর পরা এক বিরাট সংখ্যক ছেলের দল রীতিমতো হেনস্থা করছে। ঘটনাটি মান্ড্যর (Mandya) এক কলেজের বলে জানা গিয়েছে। অন্যদিকে হাইকোর্টে ফের বুধবার হিজাব বিতর্ক মামলার শুনানি হবে। চাপের মুখে আগামী ৩ দিনের জন্য রাজ্যের সব স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হল।  

জয় শ্রীরামের পাল্টা আল্লাহু আকবর

Latest Videos

ভাইরাল হওয়া ভিডিওটিতে, দেখা যাচ্ছে হিজাব পরা এক যুবতী তাঁর স্কুটার রেখে কলেজ ভবনের দিকে এগোতেই গেরুয়া চাদর পরা বহু সংখ্যক যুবক 'জয় শ্রী রাম' (Jai Shri Ram) স্লোগান দিতে দিতে তাঁর দিকে ধেয়ে যায়। মুসলিম (Muslim) ছাত্রীটিকেও ঘুরে দাঁড়িয়ে 'আল্লাহু আকবর' বলে চিৎকার করতে দেখা গিয়েছে। এরপর সে ফের কলেজ ভবনের দিকে এগোলে ওই গেরুয়া চাদর পরা ছেলেদের দল তাকে অনুসরণ করতে থাকে। ওই ছাত্রীকে এরপর ক্যামেরার সামনে চিৎকার করে এই বিষয়ে অভিযোগ জানাতে দেখা যায়। কলেজের আধিকারিকরা ওই ছেলেদের আটকে, ওই ছাত্রীকে কলেজে যেতে বলেন। তাতেই ঘটনা আর এগোয়নি। 

আরও পড়ুন - হিজাবকাণ্ডের মধ্যেই নতুন বিতর্ক, জাতীয় পতাকা সরিয়ে লাগান হল গেরুয়া পাতাকা

আরও পড়ুন - হিজাবের পরিবর্তে গেরুয়া শাল, পরিস্থিতিতে লাগাম টানতে আলাদা ক্লাসের ব্যবস্থা

আরও পড়ুন - ফের নক্ষত্রপতন, আত্মহত্যায় মৃত্যু জনপ্রিয় অভিনেতার

একই ছবি অন্যান্য কলেজেও

তবে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এদিন সকালে, উদুপির মহাত্মা গান্ধী মেমোরিয়াল কলেজের (MGM College, Udupi) বাইরেও, একদিকে হিজাব পরা ছাত্রীদের এবং অন্য দিকে দলকে গেরুয়া চাদর ও পাগরি পরা ছাত্রদের স্লোগান দিতে দেখা গিয়েছে। কোনওমতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছিল পুলিশ। জানা গিয়েছে বোরখা পরা ছাত্রীরা দাবি জানিয়েছিল, তাদের বোরখা পরেই পরীক্ষা দেওয়ার অনুমতি দিতে হবে। পাল্টা অপর পক্ষের ছাত্ররা দাবি জানায়, তারাও সেই ক্ষেত্রে গেরুয়া চাদর ও পাগরি পরে পরীক্ষা দেবে। এই নিয়ে দুই পক্ষে প্রায় সংঘর্ষ বাঁধার পরিস্থিতি তৈরি হয়।  

তিনদিন বন্ধ স্কুল কলেজ

এদিনই কর্নাটক হাইকোর্টে (Karnataka Highcourt), হিজাব মামলার শুনানি শুরু হয়েছে। গত শনিবারই, কর্নাটক সরকার স্কুল কলেজে হিজাব বা বোরখা পরা নিষিদ্ধ করেছে। রাজ্যের বিজেপি সরকার বলেছে, 'সমতা, অখণ্ডতা এবং জনশৃঙ্খলা ব্যাহত করে' এমন জামাকাপড় পরে স্কুল-কলেজে আসা চলবে না। সরকারের এই সিদ্ধান্তকে প্রশ্ন করে উদুপির এক সরকারি কলেজের পাঁচ মুসলিম ছাত্রী মামলা দায়ের করেছেন। আগামীকাল এই মামলার শুনানি চলবে। এর মধ্যে কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Basavaraj Bommai)টুইট করে জানিয়েছেন, রাজ্যে আগামী ৩ দিন বন্ধ থাকবে স্কুল।

বিতর্কের সূচনা

কর্নাটকের কলেজে হিজাব বা বোরখা পরা নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছিল গত জানুয়ারি মাসে। উদুপির এক সরকারি গার্লস কলেজের ছয়জন শিক্ষার্থী অভিযোগ করেছিলেন, বোরখা  পরার জন্য তাদের ক্লাসে যেতে বাধা দেওয়া হয়েছে। সেই সময় থেকেই উদুপি এবং চিক্কামাগালুরু'তে ডানপন্থী ছাত্র সংগঠনগুলি মুসলিম মেয়েদের ক্লাসে হিজাব বা বোরখা পরার বিষয়ে আপত্তি জানাতে শুরু করেছিল। এই প্রবণতা ক্রমে উদুপির বাইরের কর্নাটকের অন্যান্য জায়গার আরও বেশ কয়েকটি কলেজে ছড়িয়ে পড়ে।

Share this article
click me!

Latest Videos

অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি