বেঙ্গালুরুতে মেগা রোড-শো, প্রধানমন্ত্রী মোদীকে লক্ষ্য করে পুষ্পবৃষ্টি - দেখুন সেই ভিডিও

Published : Apr 29, 2023, 10:10 PM ISTUpdated : Apr 30, 2023, 10:21 AM IST
PM Modi Road Show

সংক্ষিপ্ত

বেঙ্গালুরুতে ভোট প্রচারে ব্যাপক সাড়া পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁরে লক্ষ্য করে পুষ্পবৃষ্টি উৎসাহী জনতার। 

ভোট প্রচারে কর্ণাটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দিনের সফরে তিনি ভোটমুখর দক্ষিণী রাজ্যে। তাঁর এই সফর ঘিরে চরম উন্মাদনা রাজ্যের মানুষের মধ্যে। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঙ্গালুরুতে মেগা রোডশো করেন। রাস্তার দুই ধারে ছিল উৎসাহী জনতার ঢল। দীর্ঘ সময় ধরেই তাঁরা প্রধানমন্ত্রীকে একবার চোখের দেখা দেখবার জন্য অপেক্ষা করেছিলেন। মোদীর গাড়ির কনভয় আসার সঙ্গে সঙ্গে বিজেপি নেতা কর্মী ও স্থানীয় জনতা তাঁকে লক্ষ্য করে পুষ্পবৃষ্টি করতে থাকে। এদিন ফুলের বৃষ্টিতে স্নান করলেন প্রধানমন্ত্রী। আবারও একবার প্রমাণিত হল জনপ্রিয়তায় তিনি এখনও এই দেশের বর্তমান নেতাদের মধ্যে শীর্ষে।

বেঙ্গালুরুরতে প্রধানমন্ত্রী মোদীর মেগা রোড শো। রাস্তার দুই ধারে ছিল উৎসাহী জনতার ভিড়। প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে চিরবসন্তে শহরের মানুষরা পুষ্পবৃষ্টি করতে থাকে। দেখুন সেই ভিডিও।

 

 

বেঙ্গালুরুর পুলিশ ভিড় এড়াতে নিত্যযাত্রীদের নির্দিষ্ট রুট এড়াতে নির্দেশ দিয়েছিল আগেই। মোদীর রোড শো NICE রোড জংশন, মাগাদি রোড থেকে শুরু হবে এবং ৫.৩ কিলোমিটার পথ অতিক্রম করে সুমনহল্লিতে শেষ হয়। রোডশোর কারণে এদিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকেই বেঙ্গালুরুর কয়েকটি রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। যারমধ্যে রয়েছে ওল্ড ওয়ারপোর্ট রোড, কেমব্রিজ লেআউট রোড, ডিকেনসন রোড, কুবন রোড,লালবাগ ওয়েস্ট গেট রোড , আরভি কলেজ রোড।

 

 

বেলগাভি জেলার জনসভায় এদিন ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সেখানেই তিনি বলেন, কর্ণাটকের মানুষ স্থিতিশীল আর শক্তিশালী সরকার চায়। সেইজন্য তারা বিজেপিকেও জয়যুক্ত করবে। তিনি আরও বলেন, বিজেপি শুধুমাত্র রাজ্যে উন্নতির রোডম্যাপই তৈরি করছে। এদিন মোদীর সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোবিন্দ করজোল ও শশীকলা জোলে। ছিলেন বিজেপির রাজ্যস্থরের শীর্ষ নেতৃত্বও।

 

 

এদিন জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, নতুন শক্তি আর পুরনো অভিজ্ঞতার মিশেল হতে চলেছে কর্ণাটকের সরকার। এই দলটি অমৃতকালে কর্ণাটকের জন্য উন্নয়নের কাজ করবে। দলটি স্থানীয়দের আশীর্বাদ চায় বলেও দাবি করেন মোদী। তিনি বলেন, কর্ণাটককে উন্নতির শিখরে নিয়ে যেতে একটি স্থিতিশীল আর শক্তিশালী সরকার প্রয়োজন। সেটা দিতে পারে বিজেপি।

আগামী ১০ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন। ফল প্রকাশ ১৩ মে। কর্ণাটক এবার বিজেপির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করছে কংগ্রেস ও জেডিএস। জোট বেঁধেই দুই শক্তি লড়াই করছে। গত বিধানসভা নির্বাচনেও কর্ণাটকে সরকার গঠন করেছিল কংগ্রেস আর জে়ডিএস। কিন্তু সেই সময় বিজেপি বিরোধীদের একত্রিত করে কংগ্রেস জেডিএসকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছিল। তবে এবার প্রথম থেকেই বিজেপির লক্ষ্য একক ও পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন। আর সেই কারণে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক সভা করছেন কর্ণাটকে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round UP: ফুটবল আইকনকে অপব্যবহারের অভিযোগ থেকে দিল্লিতেও মেসি ম্যাজিক, সারাদিনের খবর এক ক্লিকে
অনুপ্রবেশকারী ইস্যুতে ধুন্ধুমার! রাজ্যসভায় বিস্ফোরক শমীক, পাল্টা তোপ তৃণমূলের