
Pahalgam attack eyewitness : সুরাটের বাসিন্দা শৈলেশ কালাথিয়া ও তাঁর স্ত্রী ঘুরতে গিয়েছিলেন কাশ্মীরের পহেলগাঁওতে। মঙ্গলবার সেখানেই ঘটে যায় ভয়ঙ্কর কাণ্ড। গোটা ঘটনার বিবরণ দিলেন স্ত্রী শীতলবেন
Pahalgam attack eyewitness : সুরাটের বাসিন্দা শৈলেশ কালাথিয়া ও তাঁর স্ত্রী ঘুরতে গিয়েছিলেন কাশ্মীরের পহেলগাঁওতে। মঙ্গলবার সেখানেই ঘটে যায় ভয়ঙ্কর জঙ্গি হামলা। শৈলেশের স্ত্রী শীতলবেনের চোখের সামনে জঙ্গিরা গুলি করে হত্যা করে শৈলেশকে। তিনি জানান, হামলাকারীদের মধ্যে কোনও অনুশোচনা ছিল না, বরং তারা হেসে খুন করেছিল তাঁর স্বামীকে। এই হামলায় মোট ২৬ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে তিনজন গুজরাটের বাসিন্দা। নিহতদের মধ্যে আরও রয়েছেন ভাবনগরের আতিশ পারমার ও তাঁর ছেলে, যাঁদের শেষকৃত্য বৃহস্পতিবার সম্পন্ন হয়।