'ভারতের সঙ্গে সৌভ্রাতৃত্বকে আঘাত করেছেন পরিচালক নাদাভ লাপিদ', আইএফএফআই-এ কাশ্মির ফাইলস বিতর্কে বিস্ফোরক ইজরায়েলের রাষ্ট্রদূত

গোয়া আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে কাশ্মীর ফাইলস নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ইজরায়েলের পরিচালক নাদাভ লাপিদ। সেই নিয়ে এখন তুমুল উত্তেজনা। ভারত ও ইজরায়েলের মধ্যে সুসম্পর্কেও এর প্রভাব পড়েছে বলে অভিযোগ।

 

Web Desk - ANB | Published : Nov 29, 2022 5:44 AM IST / Updated: Nov 29 2022, 11:18 AM IST

কাশ্মীর ফাইলস বিতর্কে ইজরায়েলি পরিচালক নাভাদ লাপিদকে খোলা চিঠি দিলেন ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলন। টুইটারে পোস্ট করা তাঁর বক্তব্যে নাদাভ লাপিদকে একটা খোলা চিঠি দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। পুরো চিঠিটিকে তিনি টুইটারে থ্রেড আকারে প্রকাশ করেছেন। পরিচালক নাদাভ লাপিদ গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে সরকারি সাংবাদিক সম্মেলনে কাশ্মীর ফাইলস নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, ‘কাশ্মীর ফাইলস আসলে একটি প্রোপাগন্ডাভিত্তিক ছবি এবং পুরোটাই মিথ্যার আশ্রয়ে তৈরি।’ এতেই ক্ষোভের আগুন ছড়ায়। ইজরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলন তাঁর টুইটার পোস্টে লিখেছেন, কেন তিনি নাদাভ লাপিদ-কে এই খোলা চিঠি দিয়েছেন তা সকলেরই জানা উচিত।

 

Share this article
click me!