Kedarnath Landslide: কেদারনাথের পথে ভয়াবহ ধস, ১০ থেকে ১২ জনের আটকে থাকার আশঙ্কা

Published : Aug 04, 2023, 01:06 PM IST
Ban on use of mobile in Kedarnath temple

সংক্ষিপ্ত

গত ২৪ ঘন্টায় গৌরীকুণ্ড এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণেই এই ভয়াবহ ধস বলে জানা যাচ্ছে।

কেদারনাথের যাত্রাপথে বড়সড় দুর্ঘটনা। শুক্রবার সকালে কেদারনাথে যাওয়ার রাস্তায় ধস নেমে বড় বিপত্তি। একাধিক যাত্রীর চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় কেদারনাথ যাত্রার রুটে গৌরীকুণ্ড এলাকায় ধস নেমেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। উদ্ধারকাজ করছে রাজ্যের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। রুদ্রপ্রয়াগের বিপর্যয় মোকাবিলা দফতরের এক আধিকারিক সূত্রে জানা যাচ্ছে, ১০ থেকে ১২ জন কেদারনাথ যাত্রী ধসের জেরে চাপা পড়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার তিনটি দোকান। গত ২৪ ঘন্টায় গৌরীকুণ্ড এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণেই এই ভয়াবহ ধস বলে জানা যাচ্ছে।

গোটা ঘটনা প্রসঙ্গে রুদ্রপয়াগের এসপি জানিয়েছেন,'নিখোঁজ যাত্রীদের খুঁজতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আমরা খবর পেয়েছি, তিনটি দোকানের মাথায় পাথরের বড় চাঁই পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে এখনও ১০ থেকে ১২ জন যাত্রী ধসের নীচে চাপ পড়ে থাকতে পারেন। তাঁদের কাউকেই এখনও ট্র্যাক করা যায়নি। বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক দলিপ রাওয়ার নেতৃত্বে উদ্ধারকাজ চালাচ্ছে কর্মীরা।

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo