মুসলিমরা পানীয়তে বন্ধ্যাত্বকরণের ওষুধ মেশাচ্ছে, সাম্প্রদায়িক মন্তব্যের অভিযোগে গ্রেফতার পিসি জর্জ

মুসলিম বিরোধী মন্তব্যের জন্য কেরলের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব পিসি জর্জকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। কেরল প্রশাসন জানিয়েছে রবিবার ভোরে ফোর্ট থানার পুলিশ পিসি জর্জকে কোট্টায়াম জেলার ইরাতুপেট্টায় তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছে। 

মুসলিম বিরোধী মন্তব্যের জন্য কেরলের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব পিসি জর্জকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। কেরল প্রশাসন জানিয়েছে রবিবার ভোরে ফোর্ট থানার পুলিশ পিসি জর্জকে কোট্টায়াম জেলার ইরাতুপেট্টায় তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছে। শুক্রবার অনন্তপুরীরে হিন্দু মহাসম্মেলনে তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক বক্তব্য রাখার অভিযোগ উঠেছিল। যার পরিপ্রেক্ষিতে শনিবারই প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। 

মামলা দায়ের
পুলিশ সূত্রের খবর রাজ্যের পুলিশ প্রধান অনিল কান্তের নির্দেশে ফোর্ট থানার পুলিশ প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল। জর্জের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শক্রতা, প্রচার) ধারার অধীনে মামলা দায়ের করা হয়েছে। জর্জকে জিজ্ঞাসাবাদের জন্য তিরুবনন্তপুরমে আনা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

Latest Videos

পরিচিতি
পিসি জর্জ কেরল রাজনীতিতে পরিচিত নাম। একটা সময় কংগ্রেসের বিধায়ক ছিলেন ছিলেন। ৭০ বছরের এই রাজনীতিবিদ ৩৩ বছর ধরে পুঞ্জার বিধানসভা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করেছেন। কোয়াট্টমের বাসিন্দা তিনি। 

মুসলিম বিরোধী মন্তব্য 
পিসি জর্জ হিন্দু মহাসম্মেলনে প্রকাশ্যেই মুলসিম বিরোধী মন্তব্য করেছিলেন। তিনি মুসলিম ব্যবসায়ীদের বর্জন করার আর্জি জানিয়েছিলেন। তিনি বলেছেন মুসলিম ব্যবসায়ীরা ইচ্ছেকৃতভাবে পানীয়র সঙ্গে   বন্ধ্যাত্বকরণে ওষুধ মেশাচ্ছে। মুসলমালরা তাদের জনসংখ্যা বাড়াতে চাইছে। সেইজন্যই হিন্দুদের সঙ্গে এজাতীয় আচরণ করা হচ্ছে। মুসলিম পুরোহিতরা ধর্ম প্রচারকরা তিনবার থুথু ফেলে খাবার পরিবেশণ করেছে বলেও অভিযোগ করেন তিনি। মুসলিম ব্যবসায়ীরা অমুসলিম এলাকায় দেদার ব্যবসা করছে। তারা সম্পদ লুঠ করছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেছেন হিন্দু আর খ্রিস্টান মহিলারা যেখানে সন্তানের জন্ম দিতে উৎসাহী নয় , সেখানে মুসলমান মহিলারা একাধিক সন্তানের জন্ম দিচ্ছে। তাতে মুসলমান সম্প্রদায়ের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। যেকোনও বিয়ে বাড়িতে গেলে তিনি হিন্দু ও খ্রিস্টান মহিলাদের সন্তানের জন্ম দিতে উৎসাহিত হন বলেও জানিয়েছেন। যদিও তিনি তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। 

সমালোচনা
পিসি জর্জকে আটকের তীব্র নিন্দা করেছে স্থানীয় বিজেপি নেতারা। কুম্মানম রাজশেখরণ বলেছেন, কেরলে একই সময় অনেক কিছুই একসঙ্গে ঘটছে। বিরোধী নেত ভিডি সতীসান বলেছেন, পুলিশের এই পদক্ষেপ নেওয়া অত্যান্ত জরুরি ছিল। এজাতীয় ঘৃণাত্মক বক্তব্য দাঙ্গার দিকে নিয়ে যেতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।  এজাতীয় মন্তব্য মেনে নেওয়া যায় না বলেও অভিযোগ করেন তিনি। 
 

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today