মস্তিস্ক খেকো অ্যামিবা সংক্রমণে কেরলে বাড়ছে মৃত্যু মিছিল, এনসেফালাইটিসের কারণ নিয়ে ধোঁয়াশা

Published : Sep 24, 2025, 10:42 AM ISTUpdated : Sep 24, 2025, 11:06 AM IST
brain eatin Amoeba

সংক্ষিপ্ত

Kerala Amoeba Death News: অ্যামিবার সংক্রমণে তটস্থ কেরল। কীভাবে ছড়াচ্ছে এই মস্তিস্ক খেকো ভাইরাস? কী বলছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Kerala Amoeba Death News: এখনও মেলেনি রেহাই! মারণ মস্তিস্ক খেকো অ্যামিবা সংক্রমণে ক্রমশ বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত অ্যামিবা সংক্রমণের কারণে কেরলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১। জানা গিয়েছে, অ্যামিবার সংক্রমণ ঘিরে কেরলে ক্রমেই আরও উদ্বেগ বাড়ছে।

 এক সপ্তাহের মধ্যে আরও বাড়ল সংক্রমণ। আরও অন্তত ৮০ জন এই সংক্রমণের শিকার। কিন্তু কীভাবে ছড়াচ্ছে এই মগজখেকো অ্যামিবার সংক্রমণ, তা ঘিরে এখনও ধোঁয়াশায় স্বাস্থ্যমন্ত্রী। এনসেফালাইটিসের কারণ এখনও অজানা বলে দাবি কেরলের স্বাস্থ্যমন্ত্রীর। 

এই বিষয়ে কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন যে, এনসেফালাইটিসের কারণ এখনও জানা যায়নি। তবে রাজ্যের সমস্ত মাইক্রো বায়োলজি  ল্যাবে এর পরীক্ষামূলক ভাবে অনুসন্ধান চলছে। তিনি আরও বলেন, ‘’এখনও পর্যন্ত ৮০টি কেস ধরা পড়েছে এবং ২১ জনের মৃত্যুর খবর  মিলেছে। কিন্তু ২০২৩ সালের পর ফের কী কারণে বেড়ে চলেছে অ্যামিবা সংক্রমণ তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।'' 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

২৫ বছর পুরনো বন্ধুত্বের কথা স্মরণ মোদীর, পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা দিল্লিতে
কতদিন চলবে IndiGo এই বিভ্রাট? ক্ষমা চেয়ে বিস্তারিত জানিয়ে দিন বিমান সংস্থা