এ যেন রিয়েল লাইফ 'চিট্টি', কেরালার মন্দিরের শোভাযাত্রায় বিশালাকার 'রোবোটিক হাতি'

Published : Feb 28, 2023, 01:23 PM IST
elephant

সংক্ষিপ্ত

বিশালাকার সাইজের এই হাতি দেখলে বোঝার উপায় নেই যে হাতি আসল না নকল। মন্দিরের আচার অনুষ্ঠানে বদল না এনে এই অভিনব হাতির ব্যবস্থা মুগ্ধ করেছে সকলকেই।

মন্দিরের উৎসবের জন্য বন্দি করা যাবে না হাতি। বন্য প্রাণীর উপর নিষ্ঠুরতা বন্ধ করতে যখন হুলস্থুল দক্ষিণ ভারতে, সেই সময় শোভাযাত্রার জন্য অভিনব পন্থা বেছে নিল কেরালার একটি মন্দির। শোভাযাত্রায় দেবতাদের বহন করার জন্য বন্দি হাতিদের ব্যবহার করার রীতি হয়েছে। তবে এবার বন্য প্রাণ রক্ষার্থে অভিনব কৌশল ব্যবহার করতে চলেছে মন্দির কর্তৃপক্ষ। রবিবার মন্দির থেকে বেরোবে শোভাযাত্রা। হাতির পিঠে যাত্রা করবেন দেবদেবী। তবে এ হাতি যেমন তেমন হাতি হয়। একাধিক মোটর যুক্ত রোবটিক হাতি। বিশালাকার সাইজের এই হাতি দেখলে বোঝার উপায় নেই যে হাতি আসল না নকল। মন্দিরের আচার অনুষ্ঠানে বদল না এনে এই অভিনব হাতির ব্যবস্থা মুগ্ধ করেছে সকলকেই।

কেরালার মন্দিরে আগত এই রোবটিক্স হাতি লম্বায় ১১ ফুট। ওজন ৮০০ কেজি। হাতিটির শরীর একটি লোহার ফ্রেমে তৈরি। লোহার খাঁচার উপর রবারের আবরণ দিয়ে ঢাকা। পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস ইন্ডিয়ার (PETA)-এর পক্ষ থেকে এই হাতিটি কেরালার ত্রিশুর জেলার ইরিঞ্জাদাপিলি শ্রী কৃষ্ণ মন্দিরে দান করা হয়েছে। বিখ্যাত অভিনেতা পার্বতী থিরুভোথু রোবোটিক হাতিটিকে মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার জন্য পেটা-এর সঙ্গে হাত মেলান। এই হাতিটির দাম ৫ লক্ষ টাকা। হতিটির নাম দেওয়া হয়েছে 'ইরিঞ্জাদাপ্পিলি রমন'। পেটার পক্ষ থেকে জানানো হয়েছে হাতির মডেলটিতে মোট পাঁচটি শক্তিশালী বৈদ্যুতিক মোটর রয়েছে। এই ধরনের মডেল বন্য প্রাণীর উপর নিষ্ঠুরতা ছাড়া এবং নিরাপদে অনুষ্ঠান পরিচালনায় সাহায্য করবে।

 

 

এই হাতিটি একসঙ্গে পাঁচজনকে বহন করার ক্ষমতা রাখে। মাহুত একটি সুইচের মাধ্যমে হাতিটিকে নিয়ন্ত্রণ করতে পারবে। ত্রিশুরের একদল শিল্পীর দ্বারা তৈরি হয়েছে এই হাতি। উল্লেখ্য এরা দুবাই শপিং ফেস্টিভ্যালের জন্য হাতির মূর্তি সরবরাহ করে। এই রোবোটিক হাতি পেয়ে খুশি মন্দির কর্তৃপক্ষও। মন্দিরের পুরোহিত রাজকুমার নাম্বুথিরি জানিয়েছেন,'আমরা আশা করি অন্যান্য মন্দিরগুলিও তাদের আচার-অনুষ্ঠানের জন্য রোবটিক হাতি দিয়ে হাতির বদলের কথা ভাববে।'

আরও পড়ুন - 

এবারও ত্রিপুরায় 'পা-রাখার' স্বপ্নপুরণ হবে না মমতার, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

বুথফেরত সমীক্ষায় ত্রিপুরা নাগাল্যান্ডে সহজ জয়ের ইঙ্গিত বিজেপির

গালওয়ান উপত্যকায় শহিদ জওয়ানের বাবাকে পুলিশি হেনস্থা, টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হল থানায়!

PREV
click me!

Recommended Stories

নেহরুর পথেই রাহুল গান্ধী! 'বন্দে মাতরম' আলোচনায় অংশ না নেওয়ায় তুলোধনা মোদীর
এনডিএ সাংসদদের নৈশভোজে ডাকলেন মোদী, আলোচনা শীতকালীন অধিবেশন নিয়ে