Nidhi Tiwari: কে নিধি তিওয়ারি? দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত আপ্ত সহায়ক

Published : Mar 31, 2025, 07:08 PM IST
Nidhi Tiwari

সংক্ষিপ্ত

Nidhi Tiwari: নিধি তিওয়ারি (Nidhi Tiwari), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ব্যক্তিহত আপ্তসহায়ক। তিনি ইন্ডিয়ান ফরেন সার্ভিস বা IFS এ কর্মরত ছিলেন। 

Nidhi Tiwari: নিধি তিওয়ারি (Nidhi Tiwari), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ব্যক্তিহত আপ্তসহায়ক। তিনি ইন্ডিয়ান ফরেন সার্ভিস বা IFS এ কর্মরত ছিলেন। সোমবার আনুষ্ঠানিকভাবে কর্মী ও প্রশিক্ষণ বিভাগ এই কথা ঘোষণা করেছে। নিধি তিওয়ারি বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় বা PMOর উপ-সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন। এবার তাঁকে নতুন ভূমিকায় দেখা যাবে।

কর্মী ও প্রশিক্ষণ বিভাগ জানিয়েছে, এবার থেকে নিধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত আপ্তসহায়ক হিসেবে কাজ করবেন। তাঁর বেতেন ম্যাট্রিক্সের স্তর ১২-এ নির্ধারিত করা হয়েছে। পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত তিনি একই পদে থাকবেন।

কে নিধি তিওয়ারি?

২০১৪ সালের ব্যাচের আইএফএস অফিসার নিধি তিওয়ারি। তিনি নরেন্দ্র মোদীর ভোট কেন্দ্র বারাণসীর মহমুরগঞ্জ এলাকার বাসিন্দা। ২০১৩ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় তিনি ৯৬তম স্থান অর্জন করেছিলেন। ভারতীয় বিদেশ মন্ত্রকে যোগ দেওয়ার আগে তিনি বারাণসীর সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন।

২০২২ সালে আন্ডার সেক্রেটারি হিসেবে যোগদান করেন। পরে তিনি ২০২৩ সলে ৬ জানুয়ারি থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপ-সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয়ের যোগ দেওয়ার আগে নিধি বিদেশ মন্ত্রকের কাজ করেছেন। নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক বিভাগেও কাজ করেছেন। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তাঁর দক্ষতা প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজের অভিজ্ঞতা , বিদেশ ও নিরাপত্তা বিভাগে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। নিধি একটা সময় নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি অজিত ডোভালের কাছে রিপোর্ট করতেন। তাই নিরাপত্তার দায়িত্বে থাক অজিত ডোভালের সঙ্গে যোগাযোগ রয়েছে। নিরাপত্তায় জোর দিতেই নিধিকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আপ্তসহায়ক করা হয়েছে বলেও  নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক জানিয়েছন। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!