EPFO:ফোনে এই অ্যাকাউন্ট থাকলেই সরাসরি ব্যাঙ্কে পৌঁছে যাবে প্রভিডেন্ট ফান্ডের টাকা! জানুন কী করতে হবে

সংক্ষিপ্ত

EPFO News: পিএফ অ্যাকাউন্টে ঢুকছে টাকা, কিন্তু জানতে পারছেন না কত টাকা ঢুকল অ্যাকাউন্টে? সব সমস্যার সমাধান এবার এক ক্লিকেই। আপনার ফোনে যদি থাকে এই অ্যাকাউন্ট তাহলেই সমস্ত সমস্যার সমাধান এক ক্লিকে। জানা গিয়েছে এবার থেকে ইউপিআই (UPI) অ্যাপেই দেখা যাবে 

EPFO News: পিএফ অ্যাকাউন্টে ঢুকছে টাকা, কিন্তু জানতে পারছেন না কত টাকা ঢুকল অ্যাকাউন্টে? সব সমস্যার সমাধান এবার এক ক্লিকেই। আপনার ফোনে যদি থাকে এই অ্যাকাউন্ট তাহলেই সমস্ত সমস্যার সমাধান এক ক্লিকে। জানা গিয়েছে এবার থেকে ইউপিআই (UPI) অ্যাপেই দেখা যাবে প্রফিডেন্ট ফান্ডের টাকা। এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন খুব শীঘ্রই চালু করছে এই সুবিধা। যারফলে কোনও গ্রাহক যদি প্রভিডেন্ট ফান্ডের টাকার জন্য ক্লেম করেন তাহলে সঙ্গে সঙ্গে তাঁর UPI অ্যাকাউন্টে ঢুকে যাবে ওই টাকা।

এই বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সুমিতা দাওরা জানিয়েছেন, খুব তাড়াতাড়ি ক্লেম প্রসেসিংয়ের মাধ্যমে ইউপিআই- অ্যাকাউন্ট যুক্ত করা হবে। জানা গিয়েছে, এই ব্যবস্থা চালু হলে খুব শীঘ্রই গ্রাহকদের জন্য পাওয়া যাবে বড় সুখবর। কারণ, এই ব্যবস্থার মাধ্যমে এবার থেকে গ্রাহকদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে প্রফিডেন্ট ফান্ডের টাকা। যা পুরো ব্যবস্থাকে আরও সহজ করবে।

Latest Videos

শ্রম সচিব আরও জানিয়েছেন. পরবর্তী ধাপে UPI-কে সিস্টেমের সঙ্গে যুক্ত করা হবে। এই নিয়ে NPCI পরামর্শ দিয়েছে এবং EPFO -র জন্য UPI ইন্টিগ্রেশনের প্রস্তাব পাঠানো হয়েছে। গ্রাহকদের জন্য ডিজিটালাইজেশন থেকে অটোমেশন পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়ার কাজ দ্রুততার সঙ্গে সম্পূর্ণ করা হচ্ছে। শুধু তাই নয়, ইতিমধ্যে অনেক কাজই দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয়েছে।

আরও জানা গিয়েছে, প্রফিডেন্ট ফান্ডের টাকা ক্লেম করার পর UPI অ্যাকাউন্টে এক লাখ টাকা অটোমেটিক ক্রেডিট হয়ে যাবে। এছাড়াও গ্রাহকরা নিজেদের কাজ, ভুল সংশোধন সবকিছু নিজেরাই করতে পারবেন। কিছু অপ্রয়োজনীয় প্রক্রিয়াও বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, ডাটাবেস ইন্ট্রিগেট করার ক্লেম প্রসেসিংয়ের সময় লাগবে মাত্র তিনদিন। জানা গিয়েছে, প্রয়োজনীয় পরীক্ষার পর মে মাসের শেষের দিকেই EPFO ক্লেম ডিস্ট্রিবিউশনে পিএফের টাকা UPI অ্যাকাউন্টে পাওয়া যাবে। জুনের মধ্যেই এই ইউপিআই পেমেন্ট চালু হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে শ্রম মন্ত্রক। এরফলে সমস্ত গ্রাহকরা উপকার পাবেন।

জানা গিয়েছে, EPFO অ্যাকাউন্ট সরাসরি UPI ইন্টারফেসে দেখা যাবে। সেখান থেকেই অটোমেটিক ক্লেম করতে পারবেন গ্রাহকরা। শুধু তাই নয়, প্রয়োজনীয় মানদণ্ড বা শর্ত পূরণ করতে পারলেই অনুমোদনের প্রক্রিয়াও দ্রুত হয়ে যাবে। টাকা সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

উল্লেখ্য, EPFO-তে বর্তমানে প্রায় ৭৮ লক্ষ পেনশনভোগী রয়েছেন। আগে নির্দিষ্ট কিছু ব্যাঙ্ক থেকেই পেনশন দেওয়া হত। বর্তমানে কেন্দ্রীভূত পেনশন ব্যবস্থা চালু করেছে সরকার। যারফলে এখন যে কোনও ব্যাঙ্ক থেকেই তোলা যায় পেনশনের টাকা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Sukanta Majumdar: 'মমতা ইচ্ছা করেই দাঙ্গা হতে দিয়েছেন!' বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari: ‘কী সাহস! বলছে হিন্দুদের জবাই করবে!’ মমতার সরকারকে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর