ATM Withdrawal: অ্যাকাউন্টে ব্যালেন্স শূন্য? তা সত্ত্বেও ATM থেকে তুলতে পারবেন টাকা, শিখে নিন বিশেষ কৌশল

Published : Jun 02, 2025, 10:25 AM IST

ATM Withdrawal: অ্যাকাউন্টে ব্যালেন্স শূন্য হলেও ATM থেকে টাকা তোলা যাবে নতুন পদ্ধতিতে। HDFC ব্যাঙ্ক গ্রাহকদের জন্য পূর্ব-অনুমোদিত ঋণের মাধ্যমে এই সুবিধা নেটব্যাঙ্কিং, মোবাইল অ্যাপ, এসএমএস বা কাস্টমার কেয়ারের দ্বারা পাওয়া যাবে।

PREV
110

টাকা তোলার জন্য ব্যাঙ্কে লাইন দেওয়ার দিন এখন শেষ। অধিকাংশই টাকা তোলেন ATM থেকে।

210

অনেকে আবার আর্থিক লেনদেন করতে ভরসা রাখেন অনলাইন ট্রানজাশনের ওপর। তবে, আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলে এই দুই পদ্ধতিই বেকার হয়ে যায়।

310

এবার আর চিন্তা নেই। অ্যাকাউন্টে টাকা না থাকলেও আটকাবে না কোনও কাজ। গ্রাহকদের সুবিধার্থে চালু হচ্ছে নতুন পদ্ধতি।

410

অ্যাকাউন্টে ব্যালেন্স শূন্য হলেও ATM থেকে তুলতে পারবেন টাকা, শিখে নিন বিশেষ কৌশল।

510

এবার এই ATM -এ টাকা না থাকলেও তুলতে পারবেন টাকা। চালু হল নয়া পদ্ধতি। এবার এটিএম কার্ড থাকলে ঋণ দেবে ব্যাঙ্ক।

610

এই ঋণের বিকল্প নির্বাচন করার পর ঋণের পরিমাণ, সুদের হার, এইএসআই এবং ঋণের মেয়াদ স্ক্রিনে প্রদর্শিত হবে।

710

সব কিছু মনোযোগ সহকারে পড়ুন এবং এগিয়ে যান-এ ক্লিক করুন।

810

তবে, আপনার নামে পূর্ব অনুমোদিত ঋণ অফার থাকে, তাহলেই পাবেন এই সুবিধা।

910

এর জন্য আপনি ব্যাঙ্কের মোবাইল অ্যাপ, নেটব্যাঙ্কিং বা এসএমএসের মাধ্যমে চেক করতে পারেন। চাইলে কাস্টমার কেয়ারে ফোন করেও তথ্য পেতে পারেন।

1010

এই সুবিধা দিচ্ছে HDFC ব্যাঙ্ক থেকে। এই ব্যাঙ্কের যদি আপনি গ্রাহক হন তাহলে এমন সুবিধা পাবেন। এছাড়াও ক্রেডিট কার্ড ব্যবহার করে তুলতে পারবেন টাকা।

Read more Photos on
click me!

Recommended Stories