- Home
- Business News
- Other Business
- Cardless ATM Cash Withdrawal: কার্ড ছাড়াই এটিএম থেকে তোলা যাবে টাকা? বিরাট আপডেট
Cardless ATM Cash Withdrawal: কার্ড ছাড়াই এটিএম থেকে তোলা যাবে টাকা? বিরাট আপডেট
একসময় টাকা তুলতে হলে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াতে হত, এখন কার্ড থাকলেই ক্ষণিকেই টাকা পাওয়া যায়। বর্তমানে এটিএম সেবা আরও উন্নত।
19

Image Credit : ASphotofamily@freepik
ইউপিআই পেমেন্ট বৃদ্ধি:
ডিজিটালাইজেশন বৃদ্ধির কারণে ডিজিটাল অর্থনীতি উন্নতি করছে।
29
Image Credit : Getty
নগদ টাকার চাহিদা এখনও আছে:
নগদ টাকার ব্যবহার কমছে। ইউপিআই অ্যাপ ব্যবহার বৃদ্ধি পেয়েছে।
39
Image Credit : Getty
বিভিন্ন অ্যাপ ব্যবহারযোগ্য:
ডিজিটাল পেমেন্ট বহুল ব্যবহৃত হলেও অনেকেই নগদ টাকায় লেনদেন করেন।
49
Image Credit : Twitter
ফোনপে, গুগল পে-ও ব্যবহারযোগ্য:
এজন্য এটিএম থেকে টাকা তোলেন। কার্ড ছাড়াই টাকা তোলা সম্ভব।
59
Image Credit : our own
ইউপিআই কিউআর বিকল্প
কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলতে বিভিন্ন অ্যাপ ব্যবহার করা যায়।
69
Image Credit : our own
স্ক্যান করে পিন দিন
যেমন, এসবিআই-এর ইয়োনো, আইসিআইসিআই মোবাইল অ্যাপ, অ্যাক্সিস অ্যাপ ইত্যাদি।
79
Image Credit : our own
যেকোনো এটিএম থেকে কার্ড ছাড়াই টাকা তোলা যায়
ফোনপে বা গুগল পে অ্যাপ দিয়ে এটিএম থেকে টাকা তোলা যায়।
89
Image Credit : our own
নিকটস্থ এটিএম-এ গিয়ে স্ক্রিনে ইউপিআই কিউআর ক্যাশ অপশনটিতে ক্লিক করুন
টাকার পরিমাণ লিখে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। একটি কিউআর কোড স্ক্রিনে দেখা যাবে।
99
Image Credit : our own
ফোনপে বা গুগল পে অ্যাপ দিয়ে কিউআর কোডটি স্ক্যান করুন
ইউপিআই পিন দিন। এটিএম থেকে টাকা বেরিয়ে আসবে।
Latest Videos

