সর্ষের মধ্যেই ভূত? কীভাবে গোপন তথ্য নিয়ে কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে জঙ্গিরা! উঠছে প্রশ্ন

পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট দাবি করেছে যে নিরাপত্তা বাহিনী তাদের চক্রান্তের শিকার হচ্ছে। তারা নিরাপত্তা বাহিনীকে যেভাবে চায় সেদিকেই আসতে বাধ্য করে। পুঞ্চ হামলা হোক বা রাজৌরি হামলা, উভয় হামলাতেই জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে ছাড়িয়ে গেছে।

জম্মু ও কাশ্মীরে সক্রিয় সন্ত্রাসবাদী সংগঠনগুলি একই ধরনের প্যাটার্নে নিরাপত্তা বাহিনীকে টার্গেট করছে। এসব হামলায় ভারতীয় সেনাবাহিনীর ১৩ জন জওয়ান শহিদ হয়েছেন। হামলার সময় শহিদ সেনাদের অস্ত্র লুট করে জঙ্গিরা পালিয়ে যায়। কয়েকদিন পর সেই হামলার ভিডিও প্রকাশিত হয়। আশ্চর্যজনক যে জঙ্গিরা এনকাউন্টারের ভিডিও করার সময় পায়।

জঙ্গি সংগঠন, পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট (PAFF) দাবি করেছে যে নিরাপত্তা বাহিনী তাদের চক্রান্তের শিকার হচ্ছে। তারা নিরাপত্তা বাহিনীকে যেভাবে চায় সেদিকেই আসতে বাধ্য করে। পুঞ্চ হামলা হোক বা রাজৌরি হামলা, উভয় হামলাতেই জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে ছাড়িয়ে গেছে। ৪ আগস্ট, কুলগামের হালান জঙ্গলে জঙ্গিদের সাথে এনকাউন্টারে তিন সেনা কর্মী নিহত হন। এবার সেই হামলার ভিডিওও প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে যে তিনি সামরিক গোয়েন্দাদের কাছ থেকে নতুন ক্যাম্প সম্পর্কে তথ্য পেয়েছেন। প্রবল বৃষ্টির মধ্যে দুই সপ্তাহ ধরে ওই ক্যাম্পের কার্যকলাপ প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করা হয়।

Latest Videos

জানিয়ে রাখি, আগস্টের প্রথম সপ্তাহে কুলগামের হালান জঙ্গলে জঙ্গি হামলা হয়। জঙ্গিরা সেনা তাঁবু লক্ষ্য করে গুলি চালায়। এতে তিন সেনা জওয়ান শহীদ হন। সন্ত্রাসীরা শহিদ সেনাদের অস্ত্র লুট করে নিয়ে গেছে। এই হামলার ভিডিও প্রকাশ করেছে PAFF। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের কোনো ভিডিও নিশ্চিত করা হয়নি। সন্ত্রাসী সংগঠন PAFFও ভিডিওটির শুরুতে কয়েকটি লাইন লিখেছে।

এতে কীভাবে এ হামলা চালানো হয়েছে তা বলা হয়েছে। অস্ত্রগুলো কিভাবে কেড়ে নেওয়া হল? আক্রমণের ধরণ কী ছিল, তা জানানো হয়েছে। জঙ্গলে সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে, তার তথ্য সংগ্রহ করা হয়েছে। এরপর সেনাবাহিনীর গোয়েন্দা প্যাটার্ন নিয়ে গবেষণা চলেছে। দুই সপ্তাহ ধরে টানা বৃষ্টির মধ্যে থাকা অবস্থায় এই জঙ্গি সংগঠনটি ক্যাম্পের মিনিট-মিনিট তৎপরতা পর্যবেক্ষণ করে। সারাক্ষণ ক্যাম্পে কত জওয়ান থাকে। বাইরে থেকে কখন কী ধরনের সাহায্য পৌঁছায়। কোন সময়ে শিবিরে সৈন্যের সংখ্যা সবচেয়ে কম? হালান বনে সেনা তাঁবুর বাড়তি নিরাপত্তার ব্যবস্থা কী, এসব তথ্য সংগ্রহ করেছে জঙ্গিরা।

এই দুই হামলায় ১০ সেনা শহিদ হয়েছেন

জম্মু ও কাশ্মীরে 'G20' বৈঠকের আগে পুঞ্চে হামলা চালায় জঙ্গিরা। এতে ৫ সেনাসদস্য শহীদ হন। এরপর রাজৌরির কান্দি জঙ্গলে তৈরি গুহায় লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনীর পাঁচ জওয়ানও শহিদ হন। জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিরা প্রথমে আইইডি বিস্ফোরণ ঘটায় এবং পরে জওয়ানদের ওপর নির্বিচারে গুলি চালায়।

জম্মু ও কাশ্মীরে পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের সক্রিয় প্রক্সি শাখা, পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট (পিএএফএফ) এর মুখপাত্র তানভীর আহমেদ রাথার দাবি করেছেন যে ভারতীয় নিরাপত্তা বাহিনী তাদের চক্রান্ত বুঝতে অক্ষম। পুঞ্চ হামলা হোক বা রাজৌরি হামলা, উভয় হামলাতেই জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে ছাড়িয়ে গেছে। প্রথমে হামলা, পরে অস্ত্র লুট করা হয়। সন্ত্রাসীদের কাছে এতটাই সময় যে তারা এনকাউন্টারের ভিডিও পর্যন্ত তৈরি করে।

Share this article
click me!

Latest Videos

রাতের অন্ধকারে তাণ্ডব Basanti-তে! আতঙ্কে কাঁপছে গোটা গ্রাম | South 24 Parganas News Today
'সোমবার সকাল থেকে পেট্রাপোল সীমান্ত বন্ধ রাখবো' শুভেন্দুর তীব্র গর্জন #shorts #shortsvideo #bjp #tmc
নিজের দলের শোকজ খেয়ে 'হোঁচট' খেলেন হুমায়ুন #shorts #tmc
স্বামি-স্ত্রীর তুলুম ঝগড়ার এইরকম পরিণতি! ব্যান্ডেলে উত্তেজনা তুঙ্গে | Hooghly News Today
Suvendu Adhikari : 'বাংলাদেশের হিন্দুদের জন্য কেন চুপ এরা' #shorts #suvenduadhikari #bangladesh