সরকারি কর্মীদের জন্য হোলির আগেই মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। হোলির তাকিয়ে বসে রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
210
মহার্ঘ ভাতা বৃদ্ধি
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ২ বা ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হতে পারে। তেমনই জল্পনা কেন্দ্রীয় সরকারি মহলে। যদিও কেন্দ্রীয় সরকার এই বিষয়ে এখনও কিছুই ঘোষণা করেনি।
310
জল্পনার কারণ
গত বছরও হোলের আগেই আগেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই কারণে এবারও হোলি আর্থাৎ ১৪ মার্চের আগে ডিএ ঘোষণা করা হতে পারে।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের আশা এবার কেন্দ্রীয় সরকার কমপক্ষে ২% হারে ডিএ ঘোষণা করতে পারে। শেষবার অর্থাৎ দীপাবলির সময় কেন্দ্রীয় সরকার ৩% হারে ডিএ বৃদ্ধি করেছিল।
510
ডিএর পান
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩% হারে ডিএ পান। যদি কেন্দ্রীয় সরকার ২% হারে ডিএ বৃদ্ধি করে তাহলে ৫৫% হারে ডিএ পাবেন তাঁরা।
610
২% ডিএ-তে বেতন বৃদ্ধি
যদি কারও মাসিক বেতন ৩০ হাজার টাকা হয়, আর তার বেসিক পে হয় ১৮ হাজার টাকা, তাহলে তিনি এবার থেকে ডিএ হিসেবে পাবেন ৯৫৪০ টাকা, যা কিনা বেসিক পে-র ৫৩ শতাংশ আর এবারে আরও ২ শতাংশ ডিএ বাড়লে তা দাঁড়াবে ৫৫ শতাংশে অর্থাৎ ৯৫৪০ টাকার বদলে কর্মী পাবেন ৯৯০০ টাকা ডিএ।
710
৩% ডিএ বৃদ্ধি হলে
যদি ৩ শতাংশ হারে ডিএ বাড়ে তাহলে কর্মীর ডিএ ৫৪০ টাকা বেড়ে হবে ১০,৮০০ টাকা প্রতি মাসে।
810
অষ্টম বেতন কমিশনের সুপারিশ
কেন্দ্রীয় সরকার সরকারি কর্মীদের জন্য ইতিমধ্যেই অষ্ঠম বেতন কমিশনের সুপারিশ করেছে। যা নিয়ে আলোচনা চলছে।
910
অষ্টম বেতন কমিশন লাগু
সরকারি কর্মীদের অনুমান অষ্টম বেতন কমিশন আগামী বছর থেকে লাগু হতে পারে। তাতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের একধাক্কায় অনেকটাই বেতন বৃদ্ধি পাবে।
1010
ডিএ নিয়ে রাজ্যের অবস্থান
রাজ্য সরকারও বাজেটে ডিএ ঘোষণা করেছে। কিন্তু তাতে সরকারি কর্মীদের একাংশ খুশি হলেও অধিকাংশই অখুশি। রাজ্যের সরকারি কর্মীরা কেন্দ্রের হারে ডিএ চায়। সেই দাবিতে আন্দোলন ও আইনি লড়াই চলছে।