দেশে রেশন ব্যবস্থাই উঠে যাবে! প্রতিবাদ জানিয়ে অনির্দিষ্টকালের রেশন ধর্মঘটের হুঁশিয়ারি ডিলারদের

Published : Mar 08, 2025, 11:21 AM ISTUpdated : Mar 08, 2025, 06:54 PM IST

গোটা দেশেই তুলে দেওয়া হবে রেশন ব্যবস্থা। এই অভিযোগ তুলে রেশন ধর্মঘটের ডাক দিল রেশ ডিলাররা। যদিও তার আগে রয়েছে একগুচ্ছ কর্মসূচি। 

PREV
112
রেশন ধর্মঘট

গোটা দেশেই তুলে দেওয়া হবে রেশন ব্যবস্থা। এই অভিযোগ তুলে রেশন ধর্মঘটের ডাক দিল রেশ ডিলাররা। যদিও তার আগে রয়েছে একগুচ্ছ কর্মসূচি।

212
১ এপ্রিল কর্মসূচি

১ এপ্রিল রেশ ডিলাররা রেশন ব্যবস্থার পরিবর্তন নিয়ে নয়া দিল্লি অভিযান করবেন। পয়লা এপ্রিল দিল্লিতে পার্লামেন্ট অভিযান। সঙ্গে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও অভিযান। তারপর অনির্দিষ্ট কালের জন্য দেশে রেশন ধর্মঘট।

312
প্রতিবাদের কারণ

রেশন ডিলারদের কথায় কেন্দ্রীয় সরকার যে পথে চলছে তাতে দ্রুত গোটা দেশ থেকে রেশন ব্যবস্থা তুলে দেওয়া হতে পারে। আর এই ঘটনার প্রতিবাদেই ডিলাররা প্রতিবাদ জানাবে।

412
রেশন কার্ডের লিঙ্কের প্রতিবাদ

কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে আধার কার্ডের সঙ্গে এবার থেকে রেশন কার্ডের লিঙ্ক করাতে হবে তারপর মোবাইল লিঙ্ক করাতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে। তবেই সংশ্লিষ্ট ব্যক্তি ভর্তুকির টাকা পাবেন।

512
খাদ্য সচিবের ঘোষণা

২৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া মিটিং করেন দেশের সব রাজ্যের খাদ্য সচিবের সঙ্গে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় আধার কার্ড, মোবাইল লিঙ্কের পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গেও লিঙ্ক করতে হবে রেশন কার্ডকে

612
সরাসরি ব্যাঙ্কে টাকা

ভর্তুকির টাকা সরাসরি ঢুকবে রেশন গ্রাহকের অ্যাকাউন্টে। কেন্দ্র ও রাজ্য দুই ধরনের রেশন ব্যবস্থাতেই এই নীতি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্র প্রধানমন্ত্রী গরীব অন্ন যোজনা প্রকল্পের মাধ্যমে রেশন দেয়। আর রাজ্য দের খাদ্য সাথী প্রকল্প। তবে এবার থেকে আর রেশন দোকান থেকে রেশন সরবরাহ করা হবে না।

712
খোলা বাজার থেকে কেনাকাটা

এবার আর ফেয়ার প্রাইস নয়, ওপেন মার্কেট সেলস স্কিমে গ্রাহককে সামগ্রী কিনতে হবে। এরপর তিনি তার ভর্তুকির টাকা তার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ঠিক যেমন এখন রান্নার গ্যাসের ক্ষেত্রে পাওয়া যায়।

812
রেশন ডিলারদের অভিযোগ

চন্ডিগড়, পুদুচেরি, লক্ষাদ্বীপ এবং মহারাষ্ট্রে APL গ্রাহকদের এই স্কিম চালু হওয়ার পর সেখানে গণবণ্টন ব্যবস্থা উঠে গেছে। সারা দেশে সেটা ধাপে ধাপে তুলে দেওয়ার চক্রান্ত চলছে এমনই অভিযোগ অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের।

912
ডিলারদের বিরোধিতার কারণ

গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে যাবে এমনটাই যুক্তি কেন্দ্রের। কেন্দ্র এবং রাজ্যের দেওয়া দুধরণের রেশন ব্যাবস্থায় এই পরিকল্পনা করা হয়েছে। এবার ফেয়ার বাজারের প্রাইস নয় খোলা বাজারের দামে কিনতে হবে গ্রাহককে। তারপরে ভর্তুকির টাকা গ্রাহক তাঁর অ্যাকাউন্টে পেয়ে যাবে। এতে রেশন ব্যবস্থাই উঠে যাবে। তাই প্রতিবাদ ডিলারদের।

1012
ডিলারদের বক্তব্য

রেশন ব্যবস্থা যদি কেন্দ্র তুলে দেয়; তাহলে রেশনের জন্য যে চাল, গম, চিনি বা যেকোনও সামগ্রী প্রয়োজন হয় তা আর চাষিভাইদের থেকে কেন্দ্র সংস্থা কিনবে না।

1112
গণবন্টন ব্যবস্থা বন্ধ !

যদি গোটা রেশন ব্যবস্থা খোলা বাজারে চলে যায় তাহলে ডিলারদের পাশাপাশি রেশনের ভোক্তারাও সমস্যায় পড়বেন। আর সেই কারণেই অনির্দিষ্টকালের জন্য রেসন ধর্মঘটের হুঁশিয়ারি দিচ্ছেন ডিলাররা।

1212
রেশন ডিলারের সংখ্যা

৫,৩৮,৭৬৮ টা রেশন ডিলার আছে সারা দেশে এবং রাজ্যে রয়েছে ২০,২৬৮টা।

click me!

Recommended Stories