DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ মহার্ঘ ভাতা দিতে কেন্দ্রীয় সরকারের কত খরচ হবে জানেন, দেখুন বিশেষজ্ঞদের হিসেব

কেন্দ্রীয় সরকার ২০২৫ সালের জানুয়ারি থেকে ২% ডিএ বৃদ্ধি করেছে। এর ফলে ৪৫ লক্ষ সরকারি কর্মী ও ৬৮ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মী উপকৃত হবেন। ডিএ বৃদ্ধিতে সর্বনিম্ন ১৮০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত বেতন বাড়বে।
Deblina Dey | Updated : Mar 31 2025, 10:54 AM IST
110
কেন্দ্রীয় সরকার

কেন্দ্রীয় সরকার ২% হারে ডিএ কার্যকর হবে ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে।

210
মহার্ঘ ভাতা বৃদ্ধি

কারণ কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ২% ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে।

310
কেন্দ্রীয় সরকরি কর্মী

আর এই ঘোষণায় ফলে দেশের ৪৫ লক্ষ কেন্দ্রীয় সরকরি কর্মী আর ৬৮ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মী।

410
ডিএ কার্যকর

কেন্দ্রীয় সরকার ২% হারে ডিএ কার্যকর হবে ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে।

510
সর্বোচ্চ বেতন বৃদ্ধি

২% শতাংশ হারে ডিএ বৃদ্ধির কারণে সর্বনিম্ন ১৮০ টাকা বেশি পাবেন। সর্বোচ্চ বেতন বৃদ্ধি ৫০০০ টাকা।

610
বেতন বৃদ্ধি হবে

২% ডিএ বৃদ্ধিতে সর্বোচ্চ মাসে ১২ হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি হবে।

710
ডিএ বৃদ্ধি

বর্তমানে যাদের বেসিক ১৮ হাজার টাকা তাদের ডিএ বৃদ্ধি হবে ৩৬০ টাকা।

810
বর্ধিত ডিএ

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে বর্তমান সরকারি কর্মীদের বর্ধিত ডিএ দিতে বছরে খরচ হবে ৩ হাজার ৬২২ কোটি টাকা।

910
অবসরপ্রাপ্তদের ডিএ

অবসরপ্রাপ্তদের ডিএ দিতে খরচ হবে বছরে ২ হাজার ৯৯২ কোটি টাকা।

1010
কেন্দ্রীয় সরকারি কর্মী

কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের ডিএ দিতে বছরে মোট খরচ হবে ৬ হাজার ৬১৪ কোটি টাকা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos