স্মৃতি ইরানি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, ৫ বছরে স্বামী-স্ত্রীর সম্পত্তি বেড়েছে অনেক

উত্তর প্রদেশের আমেঠির বিজেপির প্রার্থী স্মৃতি ইরানি। নির্বাচনী হলফনামা অনুযায়ী তিনি ও তাঁর স্বামী দুজনেই কোটিপতি।

 

Saborni Mitra | Published : Apr 30, 2024 8:30 PM
110
স্মৃতি ইরানি

আমেঠির বিজেপির প্রার্থী স্মৃতি ইরানি। এই নিয়ে তিন বার তিনি আমেঠি থেকে লড়াই করছেন। এখনও পর্যন্ত একবার জিতেছেন। এবার এখনও স্মৃতি ইরানির প্রতিদ্বন্দ্বী দিতে পারেনি কংগ্রেস।

210
মনোনয়ন পেশ স্মৃতি ইরানির

২৯ এপ্রিল মনোনয়নপত্র পেশ করেন স্মৃতি ইরানি। সেখানেই তিনি তাঁর সম্পত্তির হিসেব নিকেশ দাখিল করেছেন। পাশাপাশি জমা দিয়েছেন তাঁর স্বামী জুবিন ইরানির সম্পত্তির হিসেবও।

310
কোটিপতি স্মৃতি ইরানি

নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী স্মৃতি ইরানির ৮.৭৫ কোটি টাকার সম্পত্তি। তাঁর স্বামী জুবিন ইরানির রয়েছে ৮.৮১ কোটি টাকার সম্পত্তি।

410
পাঁচ বছরে সম্পত্তি বৃদ্ধি

নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী ২০১৯ সালের তুলনায় স্মৃতি ইরানির সম্পত্তির চার কোটি টাকা বেড়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের হলফনামা অনুযায়ী স্মৃতির সেই সময় সম্পত্তি ছিল ৪.৭১ কোটি টাকা। স্বামীর ছিল ৪.৬৭ কোটি টাকা।

510
কোটি কোটি টাকা সম্পত্তি বৃদ্ধি

নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী গত পাঁচ বছরে স্মৃতি ও তাঁর স্বামী জুবিন দুজনেরই চার কোটি টাকা করে সম্পত্তি বেড়েছে। স্মৃতির ৪.৪.২২ .৩৪৮ কোটি টাকার সম্পত্তি বেড়েছে। স্বামীর সম্পত্তি বেড়েছে ৪ কোটিরও বেশি।

610
স্মৃতির হাতে নগদ

নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী স্মৃতি ইরানির হাতে রয়েছে ১ লক্ষ ৮ হাজার ৭৪০ টাকা। জুবিনের হাতে রয়েছে ৩ লক্ষ ২১ হাজার ৭০০ টাকা।

710
স্মৃতির বিনিয়োগ

স্মৃতির ব্যাঙ্কে জমা রয়েছে ২ কোটি, ৫৪ লাখ, ৮ হাজার, ৪৯৭ টাকা। তাঁর স্বামীর ব্যাঙ্কে রাখা আছে ৩ কোটি, ৯৪ লাখ, ৯ হাজার ৮৯৮ টাকা। স্মৃতি বন্ডে বিনিয়োগ করেছেন, ৮৮ লক্ষ ১৫ হাজার ১০৭ টাকা। আর তাঁর স্বামীর বন্ডে বিনিয়োগের পরিমাণ, ৪৯ লক্ষ ১৫ হাজার, ৬৫৮ টাকা। এছাড়াও আছে পোস্ট অফিসে জমানো টাকা। পোস্ট অফিসে জমানোও রয়েছে ৩০ লাখ টাকার বেশি। তাঁর স্বামীও ৩ লাখ টাকা জমিয়েছেন ব্যাঙ্কে।

810
স্মৃতি ইরানির গয়নাগাটি

স্মৃতি ইরানির ১২৩৬৪৯৯ টাকার গয়নাগাটি রয়েছে।

910
স্মৃতি ইরানির স্থাবর - অস্থাবর সম্পত্তি

নির্বাচনী হলফনামা অনুযায়ী স্মৃতি ইরানির স্বাবর সম্পত্তির পরিমাণ ৫ কোটি ৬৬ লক্ষ ৩০ হাজার টাকা। অস্থাবর সম্পত্তির পরিমাণে ৩ কোটি।

1010
স্মৃতি ইরানির বাড়ি-গাড়ি

মুম্বইতে তাঁর একটি কোটি টাকার বাড়ি রয়েছে। স্বামী ও স্ত্রীর বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি রয়েছে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos