পেটের পাথর হোক কোষ্ঠকাঠিন্য বা পাইলস! মহৌষধের মতো কাজ করবে এই একটি পাতা

পেটের পাথর হোক কোষ্ঠকাঠিন্য বা পাইলস! মহৌষধের মতো কাজ করবে এই একটি পাতা

Anulekha Kar | Published : Jun 6, 2024 3:49 PM IST

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন এমন মানুষের সংখ্যা কম নেই। এমন অনেক মানুষ রয়েছেন যাদের ঠিক মতো পেট পরিষ্কার হয় না। যার দরুণ প্রচুর গ্যাস, অম্বল, বদ হজম বা পেটে পাথরের মতো সমস্যা দেখা দেয়। তবে এই সব সমস্যার সমাধান দিতে পারে একটা মাত্র পাতা। রোজ একটা পাতা খেলে সহজেই বদ হজমের সমস্যা দূর হয়ে যাবে।

আসুন জেনে নেওয়া যাক এমন এক ভেষজের নাম, যা পেটের সমস্যা থেকে মুক্তি দিতে ভীষণ ভাবে সাহায্য করতে পারে। এই চমৎকার ভেষজটি হল পাথর কুচি। আসুন জেনে নেওয়া যাক পাথরকুচি পাতার কিছু বিশেষ আয়ুর্বেদিক গুণ সম্পর্কে-

Latest Videos

আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, পাথরকুচি পাতা পাথরের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। আয়ুর্বেদিক চিকিৎসক প্রভাত কুমারের মতে, পাথরকুচি পাতা আয়ুর্বেদে চমৎকার উপকারী। এই পাতা ০.৫ মিলি থেকে ২.৫ মিলি পর্যন্ত আকারের পাথরকে গলিয়ে দিতে পারে। পাথরের সমস্যা মেটাতে কচি ভীষণ উপাকারী। শুধু তাই নয় পাইলসের সমস্যা মেটাতেও অত্যন্ত উপকারী এই পাতা। বহুদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগলে পাইলসের সমস্যা দেখা দেয়। রোজ সকালে এক চামচ ও সন্ধ্যায় এক চামচ পাথরকুচি পাতার রস খেলে তা চিরকালের জন্য পাইলসের সমস্যা থেকে মুক্তি দিতে পারে।

                          আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

Firhad Hakim- এর ওএসডি-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ! কী বললেন Mayor Firhad Hakim | Firhad Hakim
সাগর দত্তের নার্সিং স্টাফদের আর জি কর করে দেওয়ার হুমকি, প্রতিবাদে MSVP-কে ঘিরে বিক্ষোভ | Agitation
Suvendu Adhikari : অভিষেককে কার্বাইটে পাকানো কাঁঠালের সঙ্গে তুলনা শুভেন্দুর, দেখুন কী বললেন তিনি
Daily Horoscope Live: ২৮ সেপ্টেম্বর শুক্রবার সঙ্গীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে, দেখুন জ্যোতিষ কথা
দুর্গা পুজোয় কী ভাসবে বাংলা? দেখুন কী বলছে হাওয়া অফিস | West Bengal Weather Update