মাসে মাসে ৩০০০ টাকা দেবে মোদী সরকার, আসছে নয়া পেনশন স্কিম, জেনে নিন কীভাবে আবেদন করবেন

Published : Feb 26, 2025, 03:03 PM IST

মোদী সরকার নতুন ইউনিভার্সাল পেনশন স্কিম (ইউপিএস) চালু করতে চলেছে, যার আওতায় ৬০ বছরের পর মাসিক ৩০০০ টাকা পেনশন পাওয়া যাবে। এই প্রকল্পের সুবিধা পাবেন শ্রমিক, সেফল এমপ্লয়েড ও ব্যবসায়ীরা।

PREV
110

সম্প্রতি দিল্লি জয়ের পর দেশবাসীর জন্য নয়া সুবিধা এনেছেন মোদী সরকার। এবার সবার জন্য চালু করতে চলেছেন পেনশন।

210

আসছে নতুন পেনশন স্কিম ইউনিভার্সাল পেনশন স্কিম (ইউপিএস)। ইতিমধ্যে শ্রম মন্ত্রক কাজ শুরু করছে এই বিষয়।

310

যে কোনও ভারতীয় নাগরিক এই প্রকল্পে অবেদন রাখতে পারেন। সরকার এই প্রকল্পকে EPFO-র আওতায় আনার পরিকল্পনা করছে।

410

এই প্রকল্পের সুবিধা পাবেন শ্রমিক, সেফল এমপ্লয়েড ও ব্যবসায়ীরা। এমনই শোনা যাচ্ছে।

510

৬০ বছরের পর প্রতি মাসে মিলবে ৩ হাজার টাকা। তার জন্য মাসে ৫৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত জমা দিতে হবেয

610

তবে, এখনও সরকারের পক্ষ থেকে স্পষ্ট ভাবে কিছুই জানানো হয়নি। কিন্তু জানা গিয়েছে শীঘ্রই চালু হবে এমন পেনশন স্কিম। যার দ্বারা উপকৃত হবেন দেশবাসী

710

রাষ্ট্রপুঞ্জের ইন্ডিয়া এজিং রিপোর্ট ২০২৩ অনুসারে, ২০৩৬ সালের মধ্যে ভারতে বয়স্ক মানুষদের সংখ্যা দেশের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ হবে।

810

২০৫০ সালে ভারতে বয়স্ক মানুষদের সংখ্যা দেশের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ হবে।

910

এই পরিস্থিতিতে ভারতে পেনশন প্রকল্প বাস্তবায়ন করা সরকারের পক্ষে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

1010

আমেরিকা, ইউরোপ, চিন, কানাডা, রাশিয়ার মতো দেশগুলোর মতো এবার ভারতেও চালু হতে চলেছে পেনশন স্কিম।

click me!

Recommended Stories