কোটি কোটি টাকা সম্পত্তির মালকিন রোহিনী আচার্য, রইল তাঁর কোটিপতি স্বামীর পরিচয়

Published : Nov 16, 2025, 06:32 PM IST

লালু প্রসাদ যাদবের মেয়ে ছাড়াও রোহিনীর অপর একটি পরিচয় রয়েছে। তিনি সমবেশ সিংহের স্ত্রী। তিনি লালু প্রসাদ যাদবকে নিজের কিডনি দিয়েছিলেন। সেই সময়ও তিনি খবরে এসেছিলেন। 

PREV
15
রোহিনী আচার্য

লালুপ্রসাদ যাদবের কন্যা রোহিনী আচার্য। তিনি লালুর দ্বিতীয় সন্তান। লালুর বড় মেয়ে মিশা ভারতী। আর ছোট ছেলে তেজস্বী যাদব। সম্প্রতি যাদব বাড়িতে অশান্তির আঁচ। রোহিনী বাড়ি ছেড়েছেন। বিহারে গুঞ্জন লালুর বাকি তিন কন্যাও বাড়ি ছেড়েছেন রোহিনীর পরই।

25
রোহিনীর পরিচয়

লালু প্রসাদ যাদবের মেয়ে ছাড়াও রোহিনীর অপর একটি পরিচয় রয়েছে। তিনি সমবেশ সিংহের স্ত্রী। তিনি লালু প্রসাদ যাদবকে নিজের কিডনি দিয়েছিলেন। সেই সময়ও তিনি খবরে এসেছিলেন।

35
রোহিনীর সম্পদের পরিমাণ

যাদব পরিবারের অস্থিরতার মধ্যেই রোহিনী আচার্যের সম্পত্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে তাঁর সম্পত্তি। দেখা যাচ্ছে রোহিনী ৪৯৫ গ্রাম সোনা, ৫.৫ কেজি রুপো ও ৫ লক্ষ টাকার বেশি মূল্যের রত্ন-পাথরের মালকিন। তাঁর মোট সম্পদের পরিমাণ ৮ কোটি ৮৩ লক্ষ টাকারও বেশি। তাঁর প্রচুর পরিমাণে স্থাবর সম্পত্তি রয়েছে।

45
রোহিনীর স্বামীর সম্পদ

রোহিনীক স্বামী সমরেশ সিংও প্রচুর ধনী ব্যক্তি। তাঁর রয়েছে ৩৯০ গ্রাম সোনা, ৪ কেজি রুপো। সমরেশের প্রায় ৮ কোটি ৮ লক্ষ টাকার সম্পত্তি রয়েচে। তাঁর ও রোহিনীর মোট সম্পদের পরিমাণ ১৫ কোটি।

55
সমরেশ সিং

কর্পোরেট জগতের পরিচিত নাম সমরেশ সিং। তিনি সিঙ্গাপুরের এভারকোর পার্টনার্সের ব্যবস্থাপনা পরিচালক। তিনি দিল্লির স্কুল অব ইকোনমিক্সের ছাত্র। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কের উচ্চ পদে ছিলেন। তাঁর বাবা রণবিজয় সিং অবসরপ্রাপ্ত আয়কর বিভাগের কর্তা ছিলেন। তিনি আবার লালুপ্রসাদের কলেজের বন্ধুও ছিলেন।

Read more Photos on
click me!

Recommended Stories