নতুন QR কোড-সম্বলিত PAN 2.0 কার্ড এসেছে। বাড়ি বসেই আবেদন করুন, কোনও বাড়তি খরচ ছাড়াই। এই কার্ড GSTIN, EPFO নম্বরের বিকল্প হতে পারে, যা ভারতে ব্যবসা পরিচালনাকে সহজ করবে।
বাতিল হচ্ছে পুরনো সকল প্যান কার্ড। নতুন QR কোর্ড সমেয় প্যান কার্ড এল বাজারে।
210
বাড়ি বসেই আপনি আবেদন করতে পারবেন PAN 2.0-র জন্যে। তেমনই দিতে হবে না কোনও বাড়তি টাকা। এমনকী, ইমেলে পেয়ে যাবেন কার্ড।
310
তবে, জানেন কি এবার এই একটি কার্ডেই জয় হবে সর্বত্র। আর প্রয়োজন হবে না GSTIN, EPRO নম্বরের।
410
জানা গিয়েছে, PAN 2.0 চালু করার পিছনে আছে এক সুদূরপ্রসারী উদ্দেশ্য। এই নিয়ে মন্তব্য পেশ করলেন বিশেষজ্ঞরা।
510
বিশেষজ্ঞদের মতে, PAN 2.0 প্রকল্পের সম্পর্কে ধোষণা হওয়ার পর এই বিষয়টি কার্যত স্পষ্ট যে সরকার এই কার্ডটিকে একটি কমন আইডেন্টিফায়ার নম্বর-এ রূপান্তরিত করতে চলেছে।
610
…এটি অনেকটা একটি বাড়ির প্রধান চাবি হিসেবে রূপ দেওয়ার মতো। যা দ্বারা বাড়ির সমস্ত দরজার তালা খোল সম্ভব।
710
প্রসঙ্গত, কমন আইডেন্টিফায়ার নম্বরের দাবি নতুন নয়। এটি দীর্ঘ সময় ধরে আছে। বর্তমানে প্যান, GSTNI, EPFO- নম্বরের মতো একাধিক রেজিস্ট্রিশন করাতে হয়। সবের আলাদা আলাদা নম্বর আছে।
810
একাধিক নম্বর থাকার কারণে অনে সময় সমস্যা হয়। এবার এই সমস্যা কমে যাবে। সূত্রের খবর, PAN 2.0-কে কমন আইডেন্টিফায়ার নম্বর করে তোলার সিদ্ধান্ত গ্রহণ করার বিষয় চিন্তাভাবনা করা হচ্ছে।
910
বিশেষজ্ঞদের মতে, কমন আইডেন্টিফায়ার নম্বর থাকলে তা ভারতে ব্যবসা পরিচালনা করার বিষয় আরও সহদ করবে।
1010
আপাতত কমন আইডেন্টিফায়ার নম্বর বিষয় কোনও নিশ্চিত খবর মেলেনি। তবে, অধিকাংশের আন্দাজ PAN 2.0 প্রকল্পের পিছনে আছে ভিন্ন উদ্দেশ্য।