সাবধান! ৫ টাকার কয়েন দিয়ে হচ্ছে কোটি টাকার ব্যবসা, কয়েন বাতিলের সিদ্ধান্ত নিল RBI-র

Published : Dec 16, 2024, 08:41 PM IST

কেন্দ্রীয় সরকার এবং RBI ৫ টাকার কয়েন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বাজার থেকে একটি বিশেষ ধরনের ৫ টাকার কয়েন তুলে নেওয়া হচ্ছে।

PREV
115

ডিজিটাল ইন্ডিয়া গঠনে সুবিধা হয়েছে অনলাইন ট্রানজাকশন। বর্তমানে টাকা বহন করার বদল জিপে, ফোনপে-র মতো অ্যাপ ব্যবহারে অভ্যস্ত অনেকে।

215

এরই সঙ্গে খুচরো পয়সা নিয়ে সমস্যা সব সময়ই। অনেকেই অধিক পয়সা বহন করতে চান না। আবার অধিকাংশ সময় খুচরো না থাকলে পড়তে হয় সমস্যায়।

315

কয়েন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ও RBI। বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে এই বিশেষ কয়েন।

415

বাতিল হতে চলেছে ৫ টাকা কয়েন। এমন খবর এল প্রকাশ্যে।

515

বছরে কতগুলো মুদ্রা তৈরি হবে সে বিষয় কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয়। এরপর সরকার রিজার্ভ ব্যাঙ্ককে নির্দেশ দেয়।

615

যদি মুদ্রা বা নোট বন্ধ করা হয় বা জারি করা হয় তাতে RBI-কে কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিতে হয়।

715

বর্তমানে বাজাতে ১ টাকা থেকে ২০ টাকার কয়েন মেলে। এবার শোনা যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে ৫ টাকার কয়েন।

815

দেশে বিভিন্ন ধরনের ৫ টাকা পাওয়া যায়। পিতল ও মোটা এক ধাতুর কয়েন মেলে।

915

বর্তমানে মোটা কয়েনের সংখ্যা কমে গিয়েছে। আর মোটা ধাতব ৫ টাকা তৈরি হচ্ছে না।

1015

বাজারে আছে শুধু পিতলের মুদ্রা। তবে, জানেন কি কেন এই কয়েন তৈরি হচ্ছে না?

1115

মোটা ৫ টাকার কয়েক তৈরি বন্ধের পিছনে আছে বড় কারণ।

1215

এই কয়েন তৈরিতে মোটা ধাতুর প্রয়োজন হয়। আর এই একটি কয়েন থেকে ৪ থেকে ৫ টি ব্লেড তৈরি করা যায়। এভাবে ব্লেডের ব্যবসা করছেন অনেকে। হচ্ছে কোটি কোটি টাকার ব্যবসা।

1315

অনেক অসাধু ব্যক্তিই কয়েন থেকে ব্লেড তৈরি করছেন। যার ফলে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

1415

এখন আর তৈরি হচ্ছে না মোটা পাঁচ টাকার কয়েন। কেন্দ্রীয় সরকার ও RBI নিয়েছে এই সিদ্ধান্ত।

1515

বাজারে শুধু মিলবে পিতলের ৫ টাকার কয়েন। আর মিলবে না মোটা ৫ টাকা। ইতিমধ্যে কোনও মোটা ৫ টাকা আপনার কাছে থাকলে তা নিয়ে চিন্তা নেই। তা ব্যাঙ্কে জমা দেওয়ার প্রয়োজন পড়বে না।

click me!

Recommended Stories