সূত্রের খবর, নভেম্বরে অষ্টম বেতন কমিশনের টার্ম অফ রেফারেন্সে অনুমোদন দিয়ে দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা অধীর আগ্রহে রয়েছেন, কখন এই নয়া বেতন কমিশন লাগু হবে। এতে মাইনে ও পেনশন বেড়ে যাবে। কিন্তু, সদ্য এল খারাপ খবর। এখনই বাড়ছে না টাকা।