হোলি যত এগিয়ে আসছে ততই মহার্ঘ ভাতা নিয়ে আশা বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে। কারণ গতবছর হোলির আগেই ডিএ ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার।
211
চলতি সপ্তাহেই ঘোষণা
চলতি সপ্তাহেই নরেন্দ্র মোদী সরকার সরকারি কর্মীদের জন্য ডিএ আর অবসরপ্রাপ্তদের জন্য ডিআর ঘোষণা করতে পারে। তেমনই আশা করছে সরকারি কর্মী ইউনিয়ন ফোরামের সদস্যরা।
311
মন্ত্রিসভার আলোচ্য সূচি
কেন্দ্রীয় সরকারের কর্মীদের একাংশের আশা মন্ত্রিসভার বৈঠকে থাকতে পারে ডিএ আর ডিআর ইস্যুতে। বুধবার হতে পারে মন্ত্রিসভার বৈঠক।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের আশার কারণ হল কেন্দ্রীয় সরকার সাধারণে মার্চ আর অক্টোবর অর্থাৎ হোলি আর দীপাবলির আগেই ভাতা বৃদ্ধি করে থাকে।
511
জানুয়ারি থেকে কার্যকর
কেন্দ্রীয় সরকার যদি মার্চ মাসে ডিএ আর ডিআর ঘোষণা করে তাহলে তা কার্যকর হবে জানুয়ারি মাস থেকে।
611
২% বৃদ্ধি
কেন্দ্রীয় সরকারি কর্মীদের আশা এবার মাত্র ২% ডিএ বৃদ্ধি করা হতে পারে। কারণ শিল্প শ্রমিকদের জন্য উপভোক্তা মূল্য সূচকের ওপর ভিত্তি করে মুদ্রাস্ফূতীর সঙ্গে তুলনা করে ডিএ বা ডিআই ধার্য করা হয়। কিন্তু এবার গতবারের তুলনায় তা হ্রাস পেয়েছে।
711
সরকারি কর্মীদের বর্তব্য
কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও শ্রমিকদের কনফেডারেশনের সভাপতি রূপক সরকার বলেছেন
মহার্ঘ ভাতা বৃদ্ধি সম্ভবত ২% হবে। কারণ এটি শিল্প শ্রমিকদের জন্য উপভোক্তা মূল্য সূচকের উপর ভিত্তি করে মুদ্রাস্ফীতির সঙ্গে তুলনা করে ধর হয়। যা গত বছরের তুলনায় এই বছর হ্রাস পেয়েছে।
811
আগের বৃদ্ধি
তিনি আরও বলেছেন, অক্টোবরে ৩ ও মার্চে ৪ % ডিএ বৃদ্ধি করা হয়েছিল।
911
৫৫ শতাংশ ডিএ হওয়ার সম্ভাবনা
কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৫৩% হারে ডিএ পান। ২% ডিএ বৃদ্ধি করা হলে তারা ৫৫% হারে ডিএ পাবেন।
1011
উপকৃতের সংখ্যা
কেন্দ্রীয় সরকার যদি মার্চ মাসেই ডিএ বৃদ্ধি করে তাহলে দেশে প্রায় ৫৫ লক্ষ সরকারি ও ৬০ লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মী সুবিধে পাবেন।
1111
অষ্টম বেতন কমিশন
কেন্দ্রীয় সরকার জানুয়ারি মাসে অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে। আগামী বছর জানুয়ারি থেকে তা লাগু হতে পারে।