তাঁর সরকারের চেষ্টাতেই UNESCO সম্মান কলকাতার দুর্গা পুজোর, দাবি নরেন্দ্র মোদীর

Saborni Mitra   | ANI
Published : Sep 28, 2025, 04:00 PM IST
PM Modi Recalls Tax Maze Before GST in 2014, Says Reforms Freed India

সংক্ষিপ্ত

PM Modi Mann Ki Baat: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান 'মন কি বাত'-এর ১২৬তম সংস্করণে বলেছেন যে ভারত সরকার ছট মহাপর্বকে ইউনেস্কোর অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করার জন্য কাজ করছে। 

বোধনের দিনেও দুর্গাপুজো নিয়ে কেন্দ্র-রাজ্যের দড়ি টানাটানি চলছে। 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন, কলকাতার দুর্গাপুজো ভারত সরকারের প্রচেষ্টাতেই ইউনেস্কোর 'বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য' হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বব্যাপী এই স্বীকৃতিতে তাঁর সরকারের অবদানের কথাও তুলে ধরেন নরেন্দ্র মোদী। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক রেডিও অনুষ্ঠানে আরএসএস-এর ১০০ বছর, ভগতসিং-এর জন্মদিন, নবরাত্রী-সহ একাধিক প্রসঙ্গ তুলে ধরেন।

দুর্গা পুজো নিয়ে নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান 'মন কি বাত'-এর ১২৬তম সংস্করণে বলেছেন যে ভারত সরকার ছট মহাপর্বকে ইউনেস্কোর অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করার জন্য কাজ করছে। ছট পুজো প্রসঙ্গে বলতে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুজোর প্রসঙ্গ তুলে ধরেন।

মোদীর বক্তব্য

মোদী বলেন, সরকারের প্রচেষ্টাতেই সম্প্রতিকালে কলকাতা দুর্গাপুজোকে ইউনেস্কো বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বসেছেন, ভারতের উৎসবগুলিতে এই ধরনের বিশ্বব্যাপী স্বীকৃতি দেওয়ার অর্থই হল এই উৎসবগুলিতে বিশ্বের অসংখ্য মানুষের যোগজদান করা। তিনি বলেন, 'কিছুদিন আগে ভারত সরকারের অনুরূপ প্রচেষ্টার কারণে কলকাতার দুর্গাপুজো ই ইউনেস্কোর তালিকার অংশ হয়ে ওঠে। আমরা যগি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিকে এই ধরনের বিশ্বব্যাপী স্বীকৃতি দি তাহলে বিশ্বও তাদের সম্পর্কে জানবে, বুঝতে পারবে। এতে অংশগ্রহণ করতে এগিয়ে আসবে।'

২০২১ সালে দুর্গাপুজোকে ইউনেস্কো বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছিল। যদিও সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন এই স্বীকৃতি পাওয়ার কৃতিত্ব তাঁর সরকারের।

ছট নিয়ে মোদীর বার্তা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ছট পুজোর মত উৎসব ভারতে সংস্কৃতি বাঁচিয়ে রাখে। তিনি ছট পুজোকে সূর্য দেবতার উদ্দেশ্যে নিবেদিত একটি বিশেষ উৎসব হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এটি শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি বিশ্বজুড়ে পালন করা হয়। তিনি আরও বলেন, এজাতীয় উৎসবগুলি ভারতীয় সংস্কৃতি বাঁচিয়ে রাখে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে
কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়