Kulgam Encounter: কুলগামে সেনা-জঙ্গি তুমুল সংঘর্ষ! খতম ২ জঙ্গি, দুজন সেনা জওয়ান শহীদ

Published : Sep 09, 2025, 12:54 AM IST
Kulgam Encounter: কুলগামে সেনা-জঙ্গি তুমুল সংঘর্ষ! খতম ২ জঙ্গি, দুজন সেনা জওয়ান শহীদ

সংক্ষিপ্ত

Kulgam Encounter: ভারতীয় সেনাবাহিনী, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের যৌথ অভিযান 'অপারেশন গুড্ডার'-এ এই গুলি বিনিময়ের ঘটনাটি ঘটে। এই সংঘর্ষে তিনজন সেনা জওয়ান আহত হয়েছেন বলে খবর।

Kulgam Encounter: কুলগামে সংঘর্ষে দুইজন সেনা জওয়ান শহীদ হয়েছেন। সেই অভিযানে দুই জঙ্গিও খতম হয়েছে বলে খবর। ভারতীয় সেনাবাহিনী, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ-এর যৌথ অভিযান ‘অপারেশন গুড্ডার’ সংগঠিত হয়। সেই অভিযানে সেনা-জঙ্গি তুমুল গুলির লড়াই চলতে থাকে। 

টানা গুলিবিনিময় চলতে থাকে 

জঙ্গিদের গুলির উত্তরে পাল্টা লড়াই চলতে থাকে। সেই সংঘর্ষে তিনজন সেনা জওয়ান আহত হন। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরে তারা শহীদ হন। সুবেদার প্রভাত গৌর এবং ল্যান্স নায়েক নরেন্দ্র সিন্ধু শহীদ হয়েছেন। জানা গেছে, জঙ্গিরা ইচ্ছে করেই সেনাদের দিকে পাল্টা গুলি চালাতে শুরু করে। তারপরেই পাল্টা চালানোর নির্দেশ দেয় সেনাও। তারপরই শুরু হয়ে যায় সংঘর্ষ। এইরকমটাই জানানো হয়েছে নিরাপত্তাবাহিনীর তরফ থেকে।

 

 

পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশকারী কুখ্যাত জঙ্গি রহমানকে শেষপর্যন্ত খতম করা হয়েছে। অন্যদিকে, এর আগে আরেক জঙ্গিকেও খতম করা হয়। গোটা এলাকায় সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে টানা সংঘর্ষ চলতে থাকে। 

সেনাবাহিনী, সিআরপিএফ এবং পুলিশের যৌথ অভিযান

আসলে গোপন সূত্রে খবর পেয়ে, সেনাবাহিনী ঐ এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। বলা চলে, ঐ এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়া মাত্রই পরই তল্লাশি অভিযান শুরু হয়ে যায়। সেই সময় হটাৎ জঙ্গিরা গুলি চালায়। সেনাবাহিনী, সিআরপিএফ এবং পুলিশের যৌথ অভিযানের সময় এই সংঘর্ষ শুরু হয়।

এরপর কুলগামে সেই সংঘর্ষে দুইজন সেনা জওয়ান শহীদ হন। তবে দুই জঙ্গিকেও খতম হয়েছে বলে জানা যাচ্ছে। ভারতীয় সেনাবাহিনী, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ-এর যৌথ অভিযান ‘অপারেশন গুড্ডার’ সংগঠিত হয়। সেই অভিযানে সেনা-জঙ্গি তুমুল গুলির লড়াই চলতে থাকে। শেষপর্যন্ত, দুজন জঙ্গিকে খরম করা হয়েছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!