১৫ দিনের নবজাতককে ফ্রিজে রেখে ঘুমোতে গেলেন মা, চাঞ্চল্যকর ঘটনা মোরাদাবাদে

Published : Sep 08, 2025, 07:47 PM IST
new born baby

সংক্ষিপ্ত

মোরাদাবাদে ১৫ দিনের নবজাতককে ফ্রিজে রেখে ঘুমাতে যান মা। নাতির কান্নার আওয়াজে ঠাকুমা ফ্রিজ খুলে উদ্ধার করেন শিশুটিকে। প্রসব পরবর্তী মানসিক সমস্যার জন্য এই ঘটনা ঘটিয়েছেন মা।

উত্তর প্রদেশে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় চমক পেলেন সকলে। ঘটনাটি ঘটেছে মোরাদাবাদ জেলার কারুলা এলাকায়। খবর অনুসারে, এক ১৫ দিনের নবজাতককে তার মা ঘুমাতে যাওয়ার আগে ফ্রিজারে রেখে দেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে শুক্রবার।

জানা গিয়েছে, ১৫ দিনের শিশুসন্তানকে ফ্রিজের ভিতরে রেখে ঘুমোতে চলে গেলেন মা। শেষ পর্যন্ত বরাতজোরে রক্ষা পেলেন সদ্যোজাত ওই শিশু। নাতির কান্নার আওয়াজে ফ্রিজের দরজা খুলে তাকে উদ্ধার করে ঠাকুমা। জানা যায়, ওই শিশুর মা ২৩ বছর বয়সি তরুণী প্রসব পরবর্তী মানসিক সমস্যায় আক্রান্ত হয়েছেন। মোরাবাদের জব্বর কলোনিতে স্বামী ও শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে থাকতেন ওই তরুণী। গত ৫ সেপ্টেম্বর দুপুরবেলা শিশুটি কান্নাকাটি শুরু করে। তখন তাঁকে সামলাতে না পেরে তাকে নিয়ে রান্নাঘরে চলে যান। তারপর শিশুটিকে ফ্রিজে রেখে ঘুমিয়ে পড়েন। তরুণী বলেন, ‘ছেলে কিছুতেই ঘুমাচ্ছিল না। তাই তাতে আমি ফ্রিজে রেখে এসেছিলাম।’

জানা যায়, শিশুটির মা প্রসব পরবর্তী মনোরোগে ভুগছিলেন। এটি একটি বিরল কিন্তু গুরুতর মানসিক রোগ। যা সন্তানের জন্মের পর কিছু মায়ের মধ্যে দেখা যায়। যা তাদের বাস্তবতার সংস্পর্শ থেকে বিচ্ছিন্ন করে তোলে। অনেক ক্ষেত্রে নানা ধরনের মানসিক চাপের সৃষ্টি হয়। এতে, রোগীর আচরণগত সমস্যা, সন্তানের ক্ষতি করার প্রবণতা দেখা যায়। বর্তমানে এই মহিলার চিকিৎসা চলছে। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁরা শিশুর বেঁচে যাওয়ায় অনেকটাই স্বস্তি পেয়েছেন। শিশুর মায়ের পূর্ণ সুস্থতার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

উত্তর প্রদেশের এই ঘটনার খবর প্রকাশ্যে আসতে তৈরি হয়েছে চাঞ্চল্য। বাচ্চাকে ঘুম পারাতে না পেতে তাকে ফ্রিজে রেখে দিয়েছে মা। মাত্র ১৫ দিনের শিশুকে ঢুকিয়ে দিয়েছে ফ্রিজে। আচমকা শিশুর কান্না শুনে তাকে উদ্ধার করে তার ঠাকুমা। আপাতত সুস্থ আছে নবজাত এই শিশুটি। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!