ফের উত্তপ্ত উত্তরপ্রদেশ। প্রকাশ্যে রাস্তায় মহিলা কনস্টেবলকে বেধড়ক মারধর করার খবর এল প্রকাশ্যে। সেই ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, সিভিল ড্রেসে এক মহিলা কনস্টেবল রাস্তা দিয়ে যাচ্ছেন। তখনই একজন বাইক আরোহী এতে তাঁকে কিছু জিজ্ঞাসা করে। তারপর তাদের মধ্যে বচসা বাঁধে। তর্কের পর শুরু হয় মারামারি। ভিডিওতে দেখা যায়, লোকটি মহিলার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মাটিতে ফেলে দেয়।
লড়াইয়ের সময় ভিড় জমে যায়। রাস্তার বাকি লোকেরা তাকে বাধা দিতে গেলে হামলাকারী বাইক ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়য নির্যাতিতা মহিলা কনস্টেবল মোরাদাবাদের সিভিল লাইন থানায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। যার মধ্যে ৪ জন নামী এবং ৬ জন অজ্ঞাত ব্যক্তি রয়েছে।
এসপি সিটি বলেন, দোষীদের খোঁজে দল মোতায়েল করা হয়েছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে। ঘটনাটি ঘটেছে ৩০ নভেম্বর।
জানা গিয়েছে, নির্যাতিতা কনস্টেবল সিভিল লাইন এলাকার এতটি রাস্তা দিয়ে হাঁটছিলেন। এই সময় পেছন থেকে একজন বাইক আরোহী এসে তাঁকে কিছু বলে। তিনি উত্তর দিলে সে বাইক থেকে নেমে তাকে মারধর শুরু করে। কেউ হস্তক্ষেপ করলেও ব্যক্তির হাত থামে না। এরই মধ্যে আরও দুই জন আসে।
৩০ তারিখ বিকেল ৩টের দিকে সে তার বাড়িওয়ালার বাড়ি যাচ্ছিলেন মহিলা। সেই সময় অজ্ঞাত পরিচয় ৫ থেকে ৬ জন লোক নিয়ে ইরফান ও সেলিম তাঁকে ডাকে। তারপর তার পিছনে এসে বাইক স্টার্ট দিতে বলে। তিনি রাজি না হলে তাদের একজন আমরিনকে চড় মারে। এরপর তারা তাকে মারধর করে রাস্তার অন্য দিকে টেনে নিয়ে যায়। নোংরাভাবে স্পর্শ করে বলে অভিযোগ। পেটে লাথি মারে। যার ফলে নির্যাতিতার রক্তপাত শুরু হয়।