গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শাসক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার। সারা দেশেই পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প সাড়া ফেলে দিয়েছে। অন্য রাজনৈতিক দলগুলিও তৃণমূল কংগ্রেস সরকারের এই প্রকল্প অনুকরণ করছে।
ইন্ডিয়া জোটের শরিক দল তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই এবার মহিলাদের টাকা দেওয়ার ঘোষণা আম আদমি পার্টির
পশ্চিমবঙ্গে মহিলাদের আর্থিক সহায়তার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার চালু করে দুর্দান্ত সাফল্য পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার একই পথে হাঁটছে দিল্লির শাসক দল আম আদমি পার্টি।
পশ্চিমবঙ্গ সরকারের চেয়ে প্রতি মাসে মহিলাদের বেশি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিল্লি সরকারের
বৃহস্পতিবার আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন, দিল্লি সরকার ১৮ বছরের বেশি বয়সের সব মহিলাকে আর্থিক সহায়তা দেবে। আম আদমি পার্টি আগামী বিধানসভা নির্বাচনে জয় পেলে প্রতি মাসে মহিলারা ২,১০০ টাকা করে পাবেন।
দিল্লিতে আগামী বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির সবচেয়ে বড় হাতিয়ার মহিলাদের আর্থিক সহায়তা
এ বছরের মার্চে অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেন, প্রতি মাসে মহিলাদের ১,০০০ টাকা করে দেওয়া হবে। এবার সেই টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হল।
দিল্লিতে মহিলাদের আর্থিক সহায়তার প্রকল্পের নাম 'মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা'
আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন, দিল্লি সরকারের মন্ত্রিসভা 'মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা' অনুমোদন করেছে। শুক্রবার এই প্রকল্পের জন্য নাম নথিভুক্তিকরণ শুরু হবে।
দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে অবশ্য নতুন প্রকল্পের টাকা পাচ্ছেন না মহিলারা
অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই দিল্লিতে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। এই কারণে এখনই মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হবে না। নতুন সরকার গঠনের পর মহিলারা টাকা পাবেন।
দিল্লির মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে সরকারি প্রকল্পের কথা ঘোষণা আম আদমি পার্টি প্রধানের
বৃহস্পতিবার মহিলা সম্মান যোজনা সংক্রান্ত অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীকে পাশে নিয়ে আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন, ‘আগামীকাল নাম নথিভুক্তিকরণের কাজ শুরু হবে। ১,০০০ টাকার জন্য নয়, ২,১০০ টাকার জন্যই নাম নথিভুক্ত করবেন মহিলারা।’
অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, ‘আমি এর আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রতি মাসে মহিলাদের ১,০০০ টাকা করে দেব। কিন্তু কয়েকজন মহিলা আমাকে বলেন, মুদ্রাস্ফীতির কারণে ১,০০০ টাকা যথেষ্ট হবে না। এই কারণে সব মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,১০০ টাকা করে দেওয়া হবে। আজ সকালে অতিশীর নেতৃত্বে ক্যাবিনেটের বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে।’
অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘দিল্লি সরকার মা-বোনেদের আশীর্বাদ পাবে। তাঁরা প্রতি মাসে টাকা পেয়ে উপকৃত হবেন।’
দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের মন জয় করতে মরিয়া আম আদমি পার্টি
অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘মহিলারাই আমাদের দেশের ভবিষ্যৎ গড়ে তোলেন। তাঁদের এই কাজে সাহায্য করতে চাইছি আমরা। দিল্লির ২ কোটি মানুষের সঙ্গে মিলে আমরা সব বাধা দূর করব। কোনও বাধাই আমাদের দিল্লির মানুষের জন্য ভালো কাজ করা থেকে আটকাতে পারবে না।’
নতুন প্রকল্পের কথা ঘোষণা করতে গিয়ে বিজেপি-কে আক্রমণ অরবিন্দ কেজরিওয়ালের
বিজেপি-কে আক্রমণ করে অরবিন্দ কেজরিওয়ালের দাবি, মিথ্যা মামলায় তাঁকে গ্রেফতার না করা হলে এ বছরের মে মাসেই মহিলাদের আর্থিক সহায়তার প্রকল্প চালু হয়ে যেত।