পিছিয়ে নেই কেন্দ্র! অ্যাকাউন্টে ঢুকবে ১২,০০০ টাকা, দুর্দান্ত প্রকল্প নিয়ে এল মোদী সরকার, দেখে নিন কারা পাবেন

মোদী সরকার কৃষকদের জন্য নতুন প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে কৃষকরা বার্ষিক ১২০০০ টাকা পাবেন। এই টাকা কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে।

Sayanita Chakraborty | Published : Dec 12, 2024 1:57 PM
115

রাজ্যবাসীর উপকারের কথা সব সময় চিন্তা করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণে ক্ষমতায় আসার পর থেকে একাধিক প্রকল্প এনেছেন তিনি।

215

রাজ্যে শিশু থেকে বৃদ্ধ, প্রাপ্ত বয়স্ক সকলের জন্য বিশেষ প্রকল্প নিয়ে এসেছে মমতা সরকার। সকলকেই দিচ্ছের আর্থিক সাহায্য।

315

কন্যাশ্রী, রূপশ্রী, তরুণের প্রকল্প, যুবশ্রী থেকে শুরু করে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা সহ আরও কত কী।

415

প্রতি মাসে দেশবাসীকে ১০০০ থেকে ১৫০০ টাকা করে দিয়ে থাকে মমতা সরকার। এবার মমতার দেখানো পথে হাঁটলেন মোদী।

515

দেশবাসীর জন্য বিশেষ প্রকল্প নিয়ে এল মোদী সরকার। এবার মাসে আপনার অ্যাকাউন্টে ঢুকবে ১২০০০ টাকা। এতদিন ৬ হাজার করে পেতেন কৃষকরা।

615

বছর শেষ দুর্দান্ত প্রকল্প নিয়ে এল মোদী সরকার। চমকে দিলেন দেশবাসীকে। এবার তিনি টাকা দেবেন দেশবাসীকে। তাও ১২হাজার টাকা।

715

পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় ১২০০০ টাকা করে দেওয়া হবে। এই টাকা ঢুকবে কিস্তিতে। আগে দেওয়া হত ৬ হাজার। এই টাকা ১২ হাজার করার দাবি উঠেছে।

815

দেশের কৃষকরা সাধারণ মানুষের মুখে অন্য তুলে দেন। তাদের পরিশ্রমের কারণে দুবেলা খেতে পাই আমরা সকলে। এবার সেই সকল মানুষদের কথা ভাবলেন মোদী।

915

কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করার জন্য পিএম কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেছে সরকার। এই যোজনার মাধ্যমে কৃষকদের বার্ষিক ৬০০০ হাজার টাকা দেওয়া হয়। এবার তা বৃদ্ধির কথা উঠল।

1015

কয়েকটি কিস্তিতে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে।

1115

এই যোজনা প্রসঙ্গে মোদী বলেন, ‘আমাদের সরকার কৃষকদের কল্যাণের জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দায়িত্ব নেওয়ার পরে সই করা প্রথম ফাইলটি হল কৃষি কল্যাণের সঙ্গে সম্পর্কিত।’

1215

তিনি আরও বলেন, …আমরা এবার কৃষক এবং কৃষি জমি নিয়ে আরও বেশি কাজ করতে চাই।

1315

এই স্কিম পেতে গেলে কয়টি শর্ত মেনে চলতে হবে। সুবিধা পেতে গেলে যেই কৃষক চাষ করছেন তার নামেই জমি থাকতে হবে।

1415

এই সুবিধা একই পরিবারের একজনই নিতে পারবেন। কৃষক করদাতা হলেও তিনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না।

1515

এভাবে কৃষকদের আর্থিক সাহায্য দিচ্ছে মোদী সরকার। এবার দেখার তা ৬০০০ টাকার বদল ১২ হাজার হয় কি না।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos