মাফিয়ারা কেড়ে নিয়েছে জমি! কাঁদতে কাঁদতে জেলাশাসকের অফিসে গড়াগড়ি খেলেন কৃষক

Published : Jul 18, 2024, 06:48 PM ISTUpdated : Jul 18, 2024, 08:34 PM IST
MADHYA PRADESH FARMER

সংক্ষিপ্ত

ফের একবার গোটা দেশের জন্য লজ্জাজনক মুহূর্ত। এবার মধ্যপ্রদেশের মন্দসৌরের এক কৃষকের অভিনব প্রতিবাদ প্রকাশ্যে এল।

ফের একবার গোটা দেশের জন্য লজ্জাজনক মুহূর্ত। এবার মধ্যপ্রদেশের মন্দসৌরের এক কৃষকের অভিনব প্রতিবাদ প্রকাশ্যে এল।

দেশের অন্নদাতাদের জন্য বারবার সোচ্চার হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। গত কয়েক বছরে একাধিক কৃষি আন্দোলনের সাক্ষী থেকেছে ভারতবর্ষ। আর এবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, জেলাশাসকের অফিসে বৃদ্ধ এক কৃষক কাঁদতে কাঁদতে গড়াগড়ি খাচ্ছেন। কার্যত, লাঞ্ছনা মিশ্রিত অভিনব এক প্রতিবাদ।

কিন্তু কে সেই কৃষক? মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মান্দসৌরের বাসিন্দা তিনি। তাঁর নাম শঙ্করলাল। তিনি অভিযোগ করেন, জমি মাফিয়ারা তাঁর জমি জোর করে দখল করে নিয়েছে। কোনওভাবেই তা উদ্ধার করতে পারছেন না সেই বৃদ্ধ কৃষক। এমনকি, তাঁকে ভয়ও দেখানো হচ্ছে। স্থানীয় পুলিশ-প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। তাই আর কোনও উপায় না পেয়ে সোজা জেলাশাসকের অফিসে চলে আসেন শঙ্করলাল।

যদিও সেই কৃষক দাবি করেছেন, সেখানেও তাঁর অভিযোগকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়নি। আর তারপরই এই অভিনব প্রতিবাদ করেন তিনি। ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, ঐ বৃদ্ধ কৃষক মাটিতে শুয়ে পড়ে রীতিমতো গড়াগড়ি খাচ্ছেন। সেইসঙ্গে, তিনি বলছেন, “এখন আমি কী করব? আমার থেকে জমি কেড়ে নিয়েছে জমি মাফিয়ারা। সরকার এবং প্রশাসনের প্রতি আমি অসন্তুষ্ট। আধিকারিকরা সব দুর্নীতিগ্রস্ত। এই রাজ্যের কৃষকদের ঠকানো হচ্ছে।”

নির্মম এক মুহূর্ত। যে অন্নদাতারা সমগ্র দেশের মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন, তারাই রয়েছেন তীব্র যন্ত্রণায়। এই ঘটনা যেন সেই কথাকেই আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। জেলাশাসকের অফিসে বৃদ্ধ এক কৃষক কাঁদতে কাঁদতে গড়াগড়ি খেলেন। জানালেন অভিনব প্রতিবাদ। বিচার পাবেন কি? উত্তর দেবে সময়।

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়
LIVE NEWS UPDATE: এখানে এক টাকার বিনিময়ে সরকার দিচ্ছে জমি! নিয়ম এবং আবেদনের সময়সীমা, জানুন বিস্তারিত