এবারের বাজেটে মহিলাদের জন্য থাকছে দারুণ ঘোষণা! চমকের পর চমক দিতে চলেছে মোদী সরকার

অর্থনৈতিক বিশেষজ্ঞদের ধারণা এই বাজেটে বেশ কিছু বড় ঘোষণা থাকতে পারে মহিলাদের জন্য। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মহিলাদের বেশ কিছু সুযোগ সুবিধা ঘোষণা করতে পারেন বাজেটে।

মোদী সরকার ৩.০ এর বাজেট পেশ হবে আগামী ২৩ জুলাই। শনিবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই কথা জানিয়েছেন। ২২ জুলাই শুরু হবে বাজেট অধিবেশন। চলবে ১২ অগাস্ট মাস পর্যন্ত। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৪-২৫ সালের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন ২৩ জুলাই।

এই নিয়ে টানা সাত বার কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারমণ। তিনি এই দেশে প্রথম টানা সাতবারের অর্থমন্ত্রী। আগে সংসদে টানা ৬ বার বাজেট পেশ করার রেকর্ড রয়েছে প্রাক্তন প্রয়াত অর্থমন্ত্রী মোরারজি দেশাইয়ের। মোরারজি দেশাইকেও ছাপিয়ে যাচ্ছেন নির্মলা।

Latest Videos

অর্থনৈতিক বিশেষজ্ঞদের ধারণা এই বাজেটে বেশ কিছু বড় ঘোষণা থাকতে পারে মহিলাদের জন্য। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মহিলাদের বেশ কিছু সুযোগ সুবিধা ঘোষণা করতে পারেন বাজেটে।

মহিলাদের জন্য কী কী ঘোষণা হতে পারে তার সম্ভাব্য তালিকা দেখে নেওয়া যাক।

• মহিলাদের জন্য ফের একবার চালু করা হতে পারে রেয়াতযোগ্য ট্যাক্স স্ল্যাব। অর্থাৎ মহিলাদের পুরুষদের তুলনায় আয়ের উপর কম কর দিতে হবে।

• আগামী বাজেটে অর্থমন্ত্রী বিবাহিত মহিলাদের জন্য যৌথ ফাইলিং বিকল্প ঘোষণা করতে পারেন। বিবাহিত দম্পতিরা এই বিকল্পের মাধ্যমে একসাথে তাদের আয় ফাইল করতে পারবেন। তার সাথে তাদের করের দায়িত্ব একত্রিত হয়ে যাবে।

• এছাড়াও কর্মজীবী মহিলারা করের ক্ষেত্রে ছাড় পেতে পারেন কর্ম-সম্পর্কিত ব্যয়, অবসর গ্রহণের অবদান বা শিক্ষা ব্যয়ের ক্ষেত্রে।

• দেশের নিম্নবিত্ত মহিলাদের জন্য রান্নার গ্যাস ও স্বাস্থ্য পরিষেবায় ভর্তুকি বৃদ্ধি করা হতে পারে।

• মহিলাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে কর ছাড় বৃদ্ধি করা হতে পারে স্বাস্থ্য বীমায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'ওদের চোখের জলে ধ্বংস হয়ে যাবে মমতা' ভেজাল স্যালাইন কাণ্ডে বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari
'ওদের চুলকানি হয়েছে, ভারত ওষুধ দিয়ে দেবে' | Suvendu Adhikari | #shorts |
Rashifal Today : মকর সংক্রান্তিতে আপানার ভাগ্য কি বলছে? দেখুন আজকের রাশিফল | Makar Sankranti 2025
Asianet News Bangla Live Stream
'ওদের চোখের জলে ধ্বংস হয়ে যাবে মমতা' | Suvendu Adhikari | #shorts | #shortsvideo | #shortsfeed |