ডিএ বৃদ্ধির আশ্বাস! সমস্ত বকেয়া-সহ DA দেওয়া হবে, রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সমস্ত বকেয়া সহ DA দেওয়া হবে বলে জানানো হয়েছে, যা কর্মীদের মধ্যে খুশির হাওয়া সৃষ্টি করেছে। তবে, অনেকে এটিকে ভোটের আগের প্রতিশ্রুতি হিসেবে দেখছেন।
Sayanita Chakraborty | Published : Jan 6, 2025 3:43 PM
110

দীপাবলির সময় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ঘোষণা করেছে কেন্দ্র। তারপর থেকে ৩ শতাংশ হারে বেড়েছে ডিএ। সব মিলিয়ে ৫৩ শতাংশ ডিএ পাচ্ছেন তারা।

210

এরপর ফের ফেব্রুয়ারির শেষে বাড়বে ডিএ। এবার ৩ শতাংশ বাড়লে সব মিলিয়ে ৫৬ শতাংশ ডিএ পাবেন তারা।

310

এরই মাঝে রাজ্য সরকারি কর্মীদের মন ভার। এখনও ঘোষণা হয়নি তাদের ডিএ। সকলেই ডিএ বৃদ্ধির দিতে তাকিয়ে।

410

রাজ্য সরকারি কর্মীদের জন্য এবার বড় ঘোষণা করল মুখ্যমন্ত্রী। সমস্ত বকেয়া সহ DA দেওয়া হবে বলে জানান।

510

এরপর থেকে খুশির হাওয়া এক মহলে আবার অনেকে মনে করছেন এটি ভোটের আগের প্রতিশ্রুতির মতো।

610

অন্ধ্র প্রদেশের নন গেজেটেড অফিসার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি কেভি শিবারেড্ডি এবং সাধারণ সম্পাদক চৌধুরী পুরুষোত্তম এই নিয়ে মুখ খোলেন।

710

তিনি জানান, ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতির মতো দ্রুত পে রিভিশন কমিশন গঠনের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

810

অন্ধ্রপ্রদেশের সরকার সত্যিই রাজ্য সরকারি কর্মীদের সমস্ত বকেয়া সহ DA দেয় কি না তা সময় বলবে।

910

এদিকে আবার পশ্চিমঙ্গে রাজ্য সরকারি কর্মীরাও ডিএ পাচ্ছেন না। এখনও ঘোষণা হয়নি ডিএ।

1010

পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে যখন জলঘোলা চলছে তখন অন্ধ্রপ্রদেশের কর্মীরা পেলেন ডিএ বৃদ্ধির আশ্বাস।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos