নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা মুখ্যমন্ত্রীর, ডিএ নিয়ে কাটছে জট
শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের অন্যান্য কয়েকটি রাজ্যেও বকেয়া মহার্ঘভাতা নিয়ে সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ রয়েছে। রাজ্য সরকারগুলির উপর এ বিষয়ে চাপও তৈরি করছেন কর্মীরা।
Soumya Gangully | Published : Jan 6, 2025 11:01 AM / Updated: Jan 06 2025, 11:34 AM IST
বিধানসভা নির্বাচনের আগে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা মুখ্যমন্ত্রীর
বিধানসভা নির্বাচনের আগে সব সরকারি কর্মীর বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য ব্যবস্থা নিচ্ছেন মুখ্যমন্ত্রী।
স্বয়ং মুখ্যমন্ত্রী বকেয়া মহার্ঘভাতা দেওয়ার উদ্যোগ নেওয়ায় খুশি সরকারি কর্মীরা
মুখ্যমন্ত্রী বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দেওয়ার বিষয়ে উদ্যোগ নিচ্ছেন দেখে সরকারি কর্মীরা খুশি। তাঁরা খুব তাড়াতাড়ি প্রাপ্য অর্থ পেয়ে যাবেন বলে আশা করছেন।
বকেয়া মহার্ঘভাতা দেওয়ার এই উদ্যোগ অবশ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নয়
পশ্চিমবঙ্গ সরকার অবশ্য এখনও বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করেনি। অন্য রাজ্যের সরকার এই উদ্যোগ নিয়েছে।
অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে বকেয়া মহার্ঘভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এন চন্দ্রবাবু নাইডু। তিনি ফের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক মাস পরেই প্রতিশ্রুতি রক্ষা করছেন।
অন্ধ্রপ্রদেশের সরকারি কর্মীরা খুব তাড়াতাড়ি মহার্ঘভাতা পেয়ে যাবেন বলে আশায় নন-গেজেটেড অফিসারস অ্যাসোসিয়েশন
অন্ধ্রপ্রদেশের নন-গেজেটেড অফিসারস অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি কেভি শিবারেড্ডি এবং সাধারণ সম্পাদক চৌধুরী পুরুষোত্তমের আশা, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী মহার্ঘভাতা শীঘ্রই পাওয়া যাবে।
অন্ধ্রপ্রদেশের সরকারি কর্মীদের বেতন কাঠামোতেও পরিবর্তন আসতে চলেছে
অন্ধ্রপ্রদেশের নন-গেজেটেড অফিসারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত পে রিভিশন কমিশন গঠন করার আশ্বাসও দিয়েছেন।
অন্ধ্রপ্রদেশের সরকারি কর্মীদের আশা, রাজ্য সরকার তাঁদের সব দাবি মেনে নেবে
অন্ধ্রপ্রদেশের সরকারি কর্মীরা বকেয়া মহার্ঘভাতার পাশাপাশি নতুন করে ফের মহার্ঘভাতা পাওয়ার আশায় বসে আছেন।
প্রভিডেন্ট ফান্ড, জীবনবিমার বিষয়েও সরকারি কর্মীদের আশ্বাস দিয়েছেন চন্দ্রবাবু নাইডু
জেনারেল প্রভিডেন্ট ফান্ড এবং অন্ধ্রপ্রদেশ সরকারের জীবনবিমা সংক্রান্ত বিষয়েও সরকারি কর্মীদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।
অন্ধ্রপ্রদেশের সরকারি কর্মীরা যখন বকেয়া মহার্ঘভাতা পাচ্ছেন, তখন পশ্চিমবঙ্গ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতার বিষয়ে করা মামলা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। শীর্ষ আদালতের রায়ের উপরেই বিষয়টি নির্ভর করছে।
চলতি মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা বৃদ্ধির কথা ঘোষণা হতে পারে
কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন ৫৩ শতাংশ মহার্ঘভাতা পাচ্ছেন। দীপাবলির আগে শেষবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা বৃদ্ধি করা হয়েছিল।
চলতি মাসে ফের কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা বাড়ানো হতে পারে
চলতি মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা ফের ৩ শতাংশ বাড়ানো হতে পারে। ফলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের সঙ্গে ফারাক বেড়ে ৪২ শতাংশ হবে।