কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদ, ২৬ নভেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক বামেদের

Published : Nov 16, 2020, 01:36 AM IST
কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদ, ২৬ নভেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক বামেদের

সংক্ষিপ্ত

কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে পথে বামেরা ২৬ নভেম্বর ধর্মঘট পালিত হবে দেশজুড়ে এই ধর্মঘটে শামিল ১৬টি বামপন্থী ও সহযোগী দল বাদ যাচ্ছেন না বামপন্থী কৃষক ও ক্ষেতমজুররাও

কেন্দ্রের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে ফের ধর্মঘটের পথে বামেরা। ২৬ নভেম্বর ধর্মঘট ডাক দেওয়া হয়েছে দেশজুড়ে। এই ধর্মঘটে শামিল হচ্ছে ১০টি শ্রমিক সংগঠন ও ফেডারেশন। বাদ যাচ্ছেন না বামপন্থী কৃষক ও ক্ষেতমজুরাও।

পালাবদলের পর এ রাদ্যে বাম ভোটে ধস অব্যাহত। একুশের বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেসে জোটের কার্যকারিতা নিয়ে যখন সন্দিহান অনেকেই, তখন বিহারে সদ্য সমাপ্ত ভোটে কিন্তু ভালো করে চমকে দিয়েছে সিপিআইএম। এরইমধ্যে চলতি মাসে কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে দেশজুড়ে একযোগে ধর্মঘটের ডাক দিল ১৬টি বামপন্থী ও সহযোগী দল, ক্ষেতমজুর এবং কৃষক সংগঠন। ৩ থেকে ৬ নভেম্বর পর্যন্ত ধর্মঘটের সমর্থনে প্রচারও চলেছে এ রাজ্যে। স্রেফ সর্বভারতীয় দাবিগুলি তো বটেই, এই ধর্মঘটের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আঞ্চলিক দাবিও।

এখনও পর্যন্ত যা খবর, ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত স্থানীয় দাবি ওয়ার্ডে ও ব্লকে বিক্ষোভ দেখাবেন বাম কর্মী-সমর্থকরা। ২৩ ও ২৪ নভেম্বর বিক্ষোভ হবে জেলাশাসকের দপ্তরের সামনে। ২৫ নভেম্বর অর্থাৎ ধর্মঘটের মিছিল করবে বামেরা। 

 

PREV
click me!

Recommended Stories

পথভ্রষ্ট বাংলাদেশ, ভেতরে পাকিস্তানি আইএসআই! জিহাদিদের থেকে ভারতকে বাঁচানো যাবে?
জুবিন গর্গের মৃত্যু: SIT-এর উলটো সুর! গোটা ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্ব খারিজ সিঙ্গাপুর পুলিশের