এ যেন একেবারে ফ্রিল্যান্স চালক, নিঃসঙ্গতা কাটাতে অটো নিয়ে বেরিয়ে পড়েন ইঞ্জিনিয়ার

এ যেন একেবারে ফ্রিল্যান্স অটো চালক। গল্প নয়, সত্যিই বটে।

এ যেন একেবারে ফ্রিল্যান্স অটো চালক। গল্প নয়, সত্যিই বটে।

তাঁর গায়ে রয়েছে নামী একটি টেকনোলজি কোম্পানির হুডি। আর মাথা ঢেকে রেখেছেন তা দিয়েই। সংস্থার নাম দেখে যাত্রীদের চোখ একেবারে কপালে। কিন্তু তাঁর যেন কিছুই যায় আসে না। খোশমেজাজে অটো চালাচ্ছেন সেই যুবক! এইরকমই একটি দৃশ্য এবার ধরা পড়ল বেঙ্গালুরুতে (Bengaluru)।

Latest Videos

সেই ব্যক্তির বয়স ৩৫ বছর। কর্মসূত্রে তিনি থাকেন বেঙ্গালুরুর কোরমঙ্গলায়। আর পেশায় ইঞ্জিনিয়ার। বিশ্বের অন্যতম নামী তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফটে কর্মরত তিনি। সম্প্রতি সেই ব্যক্তির একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে (যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা)।

আর সেই ছবিতেই দেখা যাচ্ছে যে, কোম্পানির দেওয়া কালো হুডি গায়ে চাপিয়েই অটো চালাচ্ছেন ওই যুবক। পেশাদার এক ইঞ্জিনিয়ারের এমন কাণ্ড দেখে রীতিমতো তাজ্জব নেট দুনিয়া।

আসলে নিঃসঙ্গতা কাটাতেই নাকি তিনি এই পথ বেছে নিয়েছেন। সারা সপ্তাহ অফিসে বসে প্রতিদিন ৯-১০ ঘণ্টা কাজ করার পর, ছুটির দিনগুলিতে একাকিত্ব কাটাতেই তিনি অটো নিয়ে বেরিয়ে পড়েন। রবিবার, বেঙ্গালুরু-নিবাসী জনৈক ভেঙ্কটেশ গুপ্তা ঐ যুবকের একটি ছবিটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। সেইসঙ্গে তাঁর এক্স হ্যান্ডলে ভেঙ্কটেশ লেখেন, “আজ কোরমঙ্গলায় মাইক্রোসফটে কর্মরত একজন ৩৫ বছরের যুবকের সঙ্গে দেখা হল। ছুটির দিনে একাকিত্ব কাটাতে তিনি অটো চালাচ্ছেন।” আর এই ছবি পোস্ট করা মাত্রই দ্রুত তা ভাইরাল হয়ে যায়।

সেই ছবির নিচে অনেকেই নিজের মতামতও জানিয়েছেন। আসলে বিগত বেশকিছু বছর ধরেই তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে কাজের চাপ অনেকটাই বেড়ে গেছে। তার মধ্যে কোনও কোনও সংস্থায় দিনে ৯ থেকে ১০ ঘণ্টা পর্যন্তও কাজ করতে হচ্ছে। সারা সপ্তাহ রীতিমতো যন্ত্রের মতো কাজ করার ফলে, অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন অনেকেই।

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'মমতা কোনদিনও মেয়েদের সুরক্ষার কথা ভাবেনি' বিস্ফোরক মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata
১ লাখ ২০ তে ঘর হয় না, BJP এলে ৩ লাখের ঘর দেবে : শুভেন্দু | Suvendu Adhikari #shorts #bjp
‘Mamata Banerjee Muslim-দের OBC দিতে না পারায় West Bengal-এ নিয়োগ বন্ধ করেছেন’ Suvendu-র কড়া তোপ
ভাড়াটিয়ার দাপটে জমি দখল! পথে বসেই অসহায় মা ছেলের প্রতিবাদ | Siliguri News Today
'ওই দুটো মশা-মাছি! রাজীব কুমারকে ঘোল খাইয়ে ওর মা মমতাকে হারিয়েছি' | Suvendu Adhikari | Bangla News