উত্তর প্রদেশের সরকার কর্তৃক জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, সমগ্র অযোধ্যা জুড়ে মদ ও মাংস বিক্রি করা ‘নিষিদ্ধ’ ।
চলছে রাম মন্দির উদ্বোধনের (Ram Mandir Inauguration) শেষ মুহূর্তের প্রস্তুতি। কিছু দিনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) হাতে উদ্বোধন হতে চলেছে অযোধ্যার নয়া নির্মিত রাম মন্দিরের। উদ্বোধনের আগেই অযোধ্যায় মদ, মাংস বিক্রি নিষিদ্ধ করল উত্তরপ্রদেশের যোগী সরকার।
-
উত্তর প্রদেশের সরকার কর্তৃক জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, সমগ্র অযোধ্যা জুড়ে মদ ও মাংস বিক্রি করা ‘নিষিদ্ধ’ । রাজ্যের আবগারি মন্ত্রী নীতিন আগরওয়াল জানিয়েছেন, ”মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের সিদ্ধান্ত, ৮৪ কোসি পরিক্রমা মার্গে মদ বিক্রি বন্ধ। আমরা ওখানে অবস্থিত দোকানগুলি সরিয়ে দিয়েছি। ১৫০-১৭৫ কিমি দীর্ঘ ওই রাস্তায় সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়েছে মদ বিক্রি।”
-
নিষিদ্ধ হওয়া এলাকার মধ্যে যে মদ এবং মাংসের দোকানগুলি ছিল, সেগুলি অন্যত্র স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন নীতিন আগরওয়াল। মন্দির সংলগ্ন এলাকায় কোনও বিক্রেতা মদ বা মাংস বিক্রি করলে তাঁকে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।