ভারতেও কি আইনি স্বীকৃতি পাবে সমপ্রেমী বিবাহ? দেখে নেওয়া যাক বিশ্বের কোন কোন দেশে আইনসিদ্ধ এই বিবাহ

এখনও পর্যন্ত বিশ্বের ৩০টি দেশে আইনি স্বীকৃতি পেয়েছে সমপ্রেমী বিবাহ। এই তালিকায় নাম রয়েছে কোন কোন দেশের? দেখে নেওয়া যাক।

 

Web Desk - ANB | Published : Apr 18, 2023 7:02 AM IST

১৮ এপ্রিল, মঙ্গলবার সমপ্রেমী বিবাহের আইনি স্বীকৃতি মামলায় শুনানি সুপ্রিম কোর্টে। আজই জানা যাবে ঐতিহাসিক এই মামলার সিদ্ধান্ত। ইতিমধ্যেই বিশ্বের ৩০টি দেশে আইনসিদ্ধ করা হয়েছে সমপ্রেমী বিবাহকে। সেই তালিকায় কি এবার নাম জুড়বে ভারতেরও? আজই জানা যাবে সেই সিদ্ধান্ত। শীর্ষ আদালতের রায়ের দিকে তাঁকিয়ে হাজার হাজার সমপ্রেমী যুগ। দেশের হাজার হাজার সমপ্রেমী যুগল কী আইনি স্বীকৃতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে? শীর্ষ আদালতের চূড়ান্ত রায় কী হতে পারে?

এখনও পর্যন্ত বিশ্বের ৩০টি দেশে আইনি স্বীকৃতি পেয়েছে সমপ্রেমী বিবাহ। এই তালিকায় নাম রয়েছে কোন কোন দেশের? দেখে নেওয়া যাক।

Latest Videos

বিশ্বের কোন কোন দেশে বৈধতা পেয়েছে সমপ্রেমী বিবাহ?

অন্যদিকে সমপ্রেমী বিবাহকে আইনি স্বীকৃতি দিতে নারাজ কেন্দ্র। কেন্দ্রের পক্ষ থেকে ইতিমধ্যেই সমকামী বিবাহের আইনি বৈধতা চাওয়ার আবেদনগুলি সামাজিক গ্রহণযোগ্যতার উদ্দেশ্যে একটি 'শহুরে অভিজাত' দৃষ্টিভঙ্গির প্রতিফল বলে দাবি করা হয়েছে। আদালতের কাছেও এই বিবাহের আইনি বৈধতা দেওয়ার সিদ্ধান্ত থেকে বিরত থাকার আবেদন জানানো হয়েছে কেন্দ্রের তরফে।

১৮ এপ্রিল সমপ্রেমী বিবাহের আইনি স্বীকৃতি মামলায় সুপ্রিল কোর্টের শুনানি। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে দেশের প্রধান বিচারপতি ছাড়াও থাকবেন বিচারপতি সঞ্জয় কিশান কউল, এস রবীন্দ্র ভাট, পি এস নরসীমা এবং হিমা কোহলি। নিজের পছন্দ অনুযায়ী ব্যক্তিকে বিবাহ করার স্বাধীনতা সমপ্রেমীদেরও দেওয়া উচিত বলে দাবি মামলাকারীদের। এই দাবিকে সমর্থন জানিয়েছে অনেকেই। এরমধ্যে দিল্লি কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস-এর নাম উল্লেখ্যযোগ্য। সমপ্রেমীদেরও সন্তান দত্তক নেওয়ার অধিকার দেশের আইনে থাকা বাঞ্ছনীয় বলে দাবি করছে তাঁরা। সেক্ষেত্রে যুগলকে সাহায্য করারও দাবি করেছে কমিশন।

আরও পড়ুন - 

ভালোবাসার অধিকারে কি পড়বে আইনি শিলমোহর? কী হতে চলেছে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত? জানা যাবে আজ

সমপ্রেমী বিবাহে কি মিলবে আইনি স্বীকৃতি? আগামী ১৮ এপ্রিল উত্তর দেবে সুপ্রিম কোর্ট

"মুখ্যমন্ত্রী কি ট্রান্স ফোবিক?" বৈষম্যের জবাব চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্না শহরের রূপান্তরকামীদের

 

Share this article
click me!

Latest Videos

RG Kar কাণ্ডে আবারও একাধিক কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের! আসন্ন মিছিলে অংশগ্রহনের আবেদন | RG Kar
'তৃণমূল নেতারা দু-তিন বার বাড়ি পেলেও বারবার আমরা বঞ্চিত' ক্ষোভে ফুসছে মুর্শিদাবাদবাসী
'তৃণমূল সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ তাই পথে নেমে পড়েছে রাজ্য়পাল', মন্তব্য শমীক ভট্টাচার্যের
আবারও বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, গর্জে উঠে যা বললেন শুভেন্দু অধিকারী
Kali Puja 2024 Live: এশিয়ানেট নিউজ বাংলায় সরাসরি কালীপুজো