‘আসসালাম ওয়ালেইকুম মোদীজি, কেমন আছেন আপনি?’ দেশের প্রধানমন্ত্রীর কাছে অভাবনীয় আবদার কাশ্মীরের শিশুকন্যার

Published : Apr 17, 2023, 09:22 AM IST
Seerat Naaz urges pm modi to build school

সংক্ষিপ্ত

‘মোদীজি, আপনি সকলের কথা শোনেন, এবার আমার কথাও একটু শুনুন’, পাহাড়ি গ্রাম থেকে ভিডিও করে নরেন্দ্র মোদীর কাছে প্রার্থনা ছোট্ট সিরাত নাজ়ের।

‘আসসালাম ওয়ালেইকুম মোদীজি, কেমন আছেন আপনি? ভালো আছেন?’ এভাবেই শুরু হয়েছিল ছোট্ট মেয়েটির আলাপচারিতা। তাও আবার স্বয়ং দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। সুদূর জম্মু-কাশ্মীরের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম লোহাই-মালহার। সেই গ্রামে মেষ পালন করে, উনুন ধরিয়ে অথবা কিতকিত খেলে বেড়ে ওঠে কচি কচি শিশুরা। দিনের একটা নির্দিষ্ট সময়ে গ্রামের স্থানীয় একটি স্কুলে পড়তেও যায় সবাই। সকলের সঙ্গে যায় সেই ছোট্ট মেয়ে সিরাত নাজ়-ও। কিন্তু, ইদানিং এলাকায় খুব বড় একটি সমস্যার কথা খুব ছোট বয়সেই বুঝতে পেরেছে বয়স পাঁচেকের সিরাত।

সোশ্যাল দুনিয়ায় ভাইরাল হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে ছোট্ট সিরাত নাজ়-এর একটি ভিডিও। সেই ভিডিওতে সিরাত প্রথমেই বলছে, ‘মোদীজি, আপনি সকলের কথা শোনেন, এবার আমার কথাও একটু শুনুন’। তারপর নিজেই ক্যামেরা ঘুরিয়ে সে দেখাচ্ছে তার গ্রামের স্কুল। দেখা যাচ্ছে, লোহাই-মালহার গ্রামের সেই স্কুলটি একেবারে জরাজীর্ণ। ছাত্রছাত্রীদের বসতে হয় স্কুলের দাওয়ায়, সেই দাওয়ার মেঝে ফেটে একেবারে চৌচির। অত্যন্ত খারাপ হাল হয়েছে প্রিন্সিপাল এবং শিক্ষাকর্মীদের জন্য বরাদ্দ একটি করে ঘরেরও। স্কুলের ভেতরের বিল্ডিং-টির অবস্থা প্রায় ধ্বংসস্তূপের মতো। সিরাত প্রধানমন্ত্রীকে বলে, ‘এখানেই মেঝেতে নোংরার ওপরে আমাদের বসতে হয়। আমাদের জামাকাপড়ও নোংরা হয়ে যায়, তারপর মা আমাদের মারে। আমাদের কাছে তো একটা বেঞ্চও নেই।’

কাশ্মীরের এই ক্ষুদ্র গ্রামের স্কুলে পড়ুয়াদের জন্য নেই কোনও ভালো শৌচাগারও। সিরাতই এই ভিডিওতে জানায় যে, পড়ুয়াদের শৌচকার্যের জন্য স্কুলের পাশে একটি নালায় যেতে হয়, দেখা যায়, খাড়াই পাহাড়ের একেবারে খাদের কাছাকাছি একটি জায়গায় শিশুদের রোজ বাধ্য হয়ে যেতে হয় শৌচকর্মের জন্য। নিজের হাতে বানানো এই ভিডিওতে ছোট্ট সিরাত নাজ়কে বারবার প্রার্থনা করতে শোনা যায়, ‘প্লিজ মোদীজি। আমাদের জন্য একটা ভালো স্কুল বানিয়ে দাও না।’ বিগত ৫ বছর ধরে এই স্কুলের এইরকমই হাল হয়ে রয়েছে বলে প্রধানমন্ত্রীকে জানায় ছোট্ট মেয়েটি। তবে, তার এই ভিডিও দেখে ভারতের প্রধানমন্ত্রীর কী প্রতিক্রিয়া, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

 

 

আরও পড়ুন-

কালো গাউনে মখমলে সুন্দরী ‘দুপুর ঠাকুরপো’-র ‘ঝুমা বৌদি’, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন অভিনেত্রী মোনালিসা
সোমবার ভোরে গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, ৬৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই-এর জালে
প্রত্যেক দিনই ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বাংলার তাপমাত্রা, চূড়ান্ত গরম থেকে মুক্তি মিলবে কবে?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
AI প্রযুক্তির উন্নতিতে জোর, ভারতকে ১৭.৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রস্তাব মাইক্রোসফট সিইও-র