Saira Shah Halim: ছেঁড়া সাদা প্যান্ট আর ব্লু শার্ট-পাহাড়ে পৈতৃক বাড়িতে ফুরফুরে মেজাজে সায়রা হালিম

এবারের লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতায় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী ছিলেন সায়রা শাহ হালিম। নির্বাচন মিটে যাওয়ার পর পরিবারের সঙ্গে উত্তরাখণ্ডের বিখ্যাত শৈলশহর মুসৌরিতে ছুটি কাটাচ্ছেন তিনি।

Soumya Gangully | Published : Jun 13, 2024 8:57 AM IST / Updated: Jun 13 2024, 03:00 PM IST

18
সপরিবারে মুসৌরিতে ছুটি কাটাচ্ছেন দক্ষিণ কলকাতার সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম

পরিবারের সবাইকে নিয়ে উত্তরাখণ্ডের বিখ্যাত পর্যটন কেন্দ্র মুসৌরিতে ছুটি কাটাতে গিয়েছেন এবারের লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতার সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম।

28
মুসৌরিতে ২০০ বছরের পুরনো পৈতৃক বাড়িতে সপরিবারে আছেন সায়রা শাহ হালিম

ছোটবেলায় মুসৌরিতে অনেকটা সময় কাটিয়েছেন সায়রা শাহ হালিম। তাঁদের ২০০ বছরের পুরনো পৈতৃক বাড়িতে এখনও বাবা-মা থাকেন। তাঁদের সঙ্গেই দেখা করতে গিয়েছেন সায়রা।

38
মুসৌরির সঙ্গে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে বলে জানিয়েছেন সায়রা শাহ হালিম

সায়রা শাহ হালিমের বাবা-মা পৈতৃক সম্পত্তি হিসেবে মুসৌরির বাড়ি পেয়েছেন। ছোটবেলায় প্রতি গ্রীষ্মে এই বাড়িতে ছুটি কাটাতে যেতেন সায়রা। এখনও সেই অভ্যাস বজায় রেখেছেন।

48
বাবা-মা ও পরিবারের অন্যদের সঙ্গে মুসৌরির বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছেন সায়রা শাহ হালিম

সায়রা শাহ হালিমের বাবা-মা কখনও দিল্লির বাড়িতে আবার কখনও মুসৌরির বাড়িতে থাকেন। গ্রীষ্মের সময় তাঁরা মুসৌরিকেই বেছে নিয়েছেন।

58
মুসৌরির অপরূপ প্রাকৃতিক দৃশ্য সবাইকে মুগ্ধ করে, সায়রা শাহ হালিমও মোহিত

মুসৌরি সুন্দরভাবে সাজানো শহর। এখানে প্রকৃতি নিজেকে সম্পূর্ণভাবে মেলে ধরেছে। এই সৌন্দর্য উপভোগ করছেন সায়রা শাহ হালিম।

68
সপরিবারে কেম্পটি ফলসের কাছে একটি গ্রামে বেড়াতে গিয়েছেন সায়রা শাহ হালিম

সোশ্যাল মিডিয়া পোস্টে সায়রা শাহ হালিম জানিয়েছেন, কেম্পটি ফলস থেকে ৫ কিলোমিটার দূরে একটি গ্রামে বেড়াতে গিয়েছেন তাঁরা। সেই গ্রামে ভুট্টার চাষ হয়। এত পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রাম খুব কমই দেখেছেন তিনি।

78
মুসৌরিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতা সারছেন সায়রা শাহ হালিম

পাহাড়ের মানুষজন অত্যন্ত পরিশ্রমী, সৎ, খোলা মনের। তাঁদের সঙ্গে কথা বলে মুগ্ধ সায়রা শাহ হালিম।

88
ব্রিটিশদের তৈরি শহর মুসৌরি, এখানকার বেশিরভাগ স্থাপত্যই অত্যন্ত প্রাচীন

ভারতের বেশিরভাগ শৈলশহরের মতো মুসৌরিও ব্রিটিশদের তৈরি। ফলে এই শহরে গেলেই ব্রিটিশ আমলের নানা নিদর্শন চোখে পড়ে।

Read more Photos on
Share this Photo Gallery

Latest Videos

click me!

Latest Videos

Recommended Photos