PM Modi: আজ ফের ভোট প্রচারে রাজ্যে নরেন্দ্র মোদী, রইল প্রধানমন্ত্রীর দ্বিতীয় দফার সফরের সূচি

ভোট প্রচারে রবিবার ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ জলপাইগুড়ির ধুপগুড়িতে প্রধানমন্ত্রীর জনসভা। এর আগে গত বৃহস্পতিবার, ৪ এপ্রিল উত্তরবঙ্গে ভোট প্রচারে এসেছিলেন তিনি।

 

Saborni Mitra | Published : Apr 6, 2024 5:43 PM IST

18
ভোট প্রচারে আজ রাজ্যে মোদী

প্রথম দফার নির্বাচন ১৯ এপ্রিল। সেই সময় ভোট গ্রহণ হবে জলপাউগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। সেইমতই এবার জলপাইগুড়িতে জনসভা করবেন প্রধানমন্ত্রী।

28
তাৎপর্যপূর্ণ মোদীর সভা

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ-র হামলার একদিন পরেই প্রধানমন্ত্রী মোদীর জনসভা। যা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে।

38
রবিবার জলপাইগুড়িতে মোদী

রবিবার প্রধানমন্ত্রী মোদী জলপাইগুড়ির ধুপগুড়ি ব্লকের মাগুরমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলি লাল স্কুলের মাঠে সভা করবেন।

48
দ্বিতীয় দফার প্রচারে সঙ্গে অমিত

এরপর দ্বিতীয় দফার ভোট প্রচারেও রাজ্যে আসবেন তিনি। তবে সেই সময় এই রাজ্যে ভোট প্রচারে আসবেন অমিত শাহ।

58
সুকান্তের হয়ে ভোট চাইবেন মোদী

দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল যে তিনটি আসনে ভোট গ্রহণ হবে তার মধ্যে রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট। যারমধ্যে বালুরঘাট কেন্দ্রটি বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারের। তার কেন্দ্রেরও ভোট প্রচার করবেন মোদী।

68
আরও সভা মোদীর

১৬ এপ্রিল মোদীর দুটি সভা রয়েছে রাজ্যে। যারমধ্যে একটি বালুরঘাটে অন্যটি কোচবাহিরে। তিনি জানিয়েছেন। আগামী ১০ এপ্রিল অমিত শাব ভোট প্রচারে দক্ষিণ দিনাজপুরে আসবেন।

78
বালুরঘাটে সভা

বিজেপি সূত্রে খবর, ১৬ এপ্রিল বালুরঘাটে রেলস্টেশনের মাঠে দুপুর সাড়ে ৩টে নাগাদ সভা হতে পারে প্রধানমন্ত্রীর।

88
অমিত শাহের সভা

অমিত শাহের সভা বুনিয়াদপুরে রেলস্টেশনের মাঠে দুপুর ১২টা নাগাদ হওয়ার কথা

Read more Photos on
Share this Photo Gallery
click me!
Recommended Photos