Rahul Gandhi: কী করে রাহুল গান্ধী কোটি কোটি টাকা আয় করেন? রইল কংগ্রেস নেতার সম্পত্তির দীর্ঘ তালিকা

মোদী বিরোধী নেতাদের মধ্যে প্রথমেই নাম রয়েছে রাহুল গান্ধীর। বুধবার ওয়েনাডের কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী মনোনয়ন পেশ করেছেন। নির্বাচন কমিশনকে দেওয়া হিসেব অনুযায়ী রইল রাহুলের সম্পত্তির হিসেব।

 

Saborni Mitra | Published : Apr 3, 2024 4:35 PM IST
110
রাহুল গান্ধীর হিসেব

রাহুল গান্ধী- গান্ধী পরিবারের সদস্য। তাঁর আয়ের উৎস কি - জানতে চায় দেশ। এদিন মনোনয়ন দাখিল করে নিজের সম্পত্তির হিসেব দিয়েছেন কংগ্রেস নেতা।

210
হলফনামায় রাহুলের বক্তব্য

নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় রাহুল গান্ধী জানিয়েছেন, তিনি বিবাহিত নন। পাশাপাশি স্থায়ী ঠিকানা জানিয়েছেন। আর জানিয়েছেন তাঁর সম্পত্তি সম্পর্কিত তথ্য।

310
রাহুল গান্ধীর অস্থাবর সম্পত্তি

নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী রাহুল গান্ধীর অস্থাবর সম্পত্তির পরিমাণ হল ৯ ,২৪,৫৯,২৬৪ টাকা।

410
রাহুলের স্থাবর সম্পত্তি

রাহুলের অস্থাবর সম্পত্তি হল ১১,১৫,০২,৫৯৮ টাকা।

510
রাহুল গান্ধীর ঋণ

রাহুল গান্ধী ৪৯,৭৯,১৮৪ টাকার ঋণ নিয়েছেন।

610
রাহুলের বিরুদ্ধে ফৌজদারি মামলা

রাহুল গান্ধী জানিয়েছেন তাঁর বিরুদ্ধে ১৮টি ফৌজদারি মামলা ছিল। সেগুলি মুলতুবি ঘোষণা করা হয়েছে। যার বেশিরভাগই মানহানি সম্পর্কিত। ২০১৯ সালে মোদী পদবী নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। যদিও তাঁকে দোষী সাব্যস্ত হওয়ার ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

710
রাহুলের ব্যাঙ্ক ব্যালেন্স

রাহুলের দুটি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেয়এছ। এটি এসবিআইতে , অন্যটি এইচডিএফসি ব্যাঙ্কে। দুটি অ্য়াকাউন্টে রয়েছে ২৬,২৫,১৫৭ টাতা। তাঁর হাতে রয়েছে নগদ ৫৫,০০০ টাকা।

810
রাহুলের শেয়ারে বিনিয়োগ

রাহুল গান্ধী কয়েকটি কোম্পানিতে ৪,৩৩,৬০,৫১৯ টাকা শেয়ার বন্ড রয়েছ। মিউচুয়াল ফান্ডে তাঁর বিনিয়োগ ৩,৮১,৩৩,৫৭২ টাকা। সোনার বন্ড রয়এছে ১৫ লক্ষ টাকার বেশি।

910
রাহুলের সম্পত্তি

হলফনামায় রাহুল জানিয়েছেন দিল্লির মেহরাউলিতে উত্তরাধিকার সূত্রের কৃষি জমি পেয়েছেন। দুটি প্লট রয়েছে। জমির মালিকানা তিনি ভোগ করেন বোন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে। গুরুগ্রামে তাঁর দুটি বাণিজ্যিক সম্পত্তি রয়েছে।

1010
রাহুলের আয়ের উৎস

২০২২-২৩ সালে ১,০২,৭৮,৬৮০ টাকা আয়ের কথা ঘোষণা করেছেন। তিনি বাড়ি ভাড়া পান। পাশাপিশ সাংসদ হিসেবে বেতন পান। এছাড়াও জমা টাকা, মিউচুয়াল ফান্ড শেয়ার থেকে প্রচুর টাকা সুদ পান।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos