Nitish Kumar: ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছিলেন নীতীশ কুমার, জেডিইউ নেতার দাবিতে জল্পনা

এবারের লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর থেকেই জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রে নীতীশ কুমার ও এন চন্দ্রবাবু নাইডু। এরই মধ্যে নীতীশ সম্পর্কে বিস্ফোরক তথ্য দিলেন জেডিইউ নেতা কে সি ত্যাগী।

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে যে আলোচনা চলছিল সেটাই তাহলে সত্যি! ক্ষমতা দখলের জন্য মরিয়া হয়ে উঠে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল INDIA Bloc, এমনই দাবি করেন জনতা দল ইউনাইটেড নেতা কে সি ত্যাগী। তাঁর আরও দাবি, ইন্ডিয়া জোটের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন Nitish Kumar। এর ফলে রণে ভঙ্গ দিতে হয় INDIA Blok নেতাদের। ইন্ডিয়া জোটের নেতাদের কটাক্ষ করে ত্যাগী বলেছেন, ‘ইন্ডিয়া জোটের পক্ষ থেকে নীতীশ কুমারকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। যাঁরা নীতীশ কুমারকে ইন্ডিয়া জোটের আহ্বায়ক হতে দেননি, তাঁরাই প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেন। নীতীশ কুমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। আমরা NDA-এর সঙ্গে আছি।’

কেন ইন্ডিয়া জোটের প্রস্তাব প্রত্যাখ্যান নীতীশের?

Latest Videos

ইন্ডিয়া জোটের কোন নেতা নীতীশ কুমারকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, সে বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি ত্যাগী। তিনি জানিয়েছেন, ‘কয়েকজন নেতা সরাসরি Nitish Kumar-এর সঙ্গে কথা বলে তাঁকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিতে চেয়েছিলেন। কিন্তু নীতীশ কুমার ও আমাদের দলের অন্য নেতাদের প্রতি যে আচরণ করা হয়েছিল, তারপর আমরা INDIA Bloc ছেড়ে বেরিয়ে আসি। আমরা NDA-তে যোগ দিই। এখন আর পিছনে ফিরে তাকানোর প্রশ্নই ওঠে না।’

ভবিষ্যতে INDIA Bloc-এ ফিরবেন Nitish Kumar?

গত এক দশকে একাধিকবার শিবির বদল করেছেন নীতীশ কুমার। Narendra Modi যখন ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে NDA-র প্রধানমন্ত্রী প্রার্থী হন, তখন জোট ছেড়ে বেরিয়ে যান নীতীশ কুমার। পরে তিনি এনডিএ-তে ফেরেন। আবার আরজেডি-কংগ্রসকে নিয়ে বিহারে জোট সরকার গড়েন। পরে সেই জোট থেকে বেরিয়ে এসে BJP-এর সঙ্গে মিলে সরকার গড়েন। বারবার শিবির বদল করায় বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন নীতীশ কুমার। ফলে তিনি ৫ বছর এনডিএ-র সঙ্গে থাকবেন কি না সে বিষয়ে অনেকেই সন্দিহান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Narendra Modi: দাবি পেশ এনডিএ প্রতিনিধি দলের, মোদীকে সরকার গড়ার আহ্বান রাষ্ট্রপতির

MODI Government 3.0: 'ঝোপ বুঝে কোপ' নীতিশ-চন্দ্রবাবুর, মোদীকে সমর্থনের বিনিময় পেশ করলেন একগুচ্ছ দাবি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল