Aam Aadmi Party: ৮ বছরে বিদেশ থেকে বেআইনিভাবে ৭ কোটি টাকা পেয়েছে আম আদমি পার্টি, দাবি ইডি-র

Published : May 20, 2024, 09:17 PM ISTUpdated : May 20, 2024, 10:04 PM IST
KEJRIWAL AAP

সংক্ষিপ্ত

ভারতের প্রথম রাজনৈতিক দল হিসেবে আম আদমি পার্টির বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে মামলা দায়ের হয়েছে। দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তও চলছে। এরই মধ্যে নতুন অভিযোগ উঠল।

দিল্লি আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতিই শুধু নয়, আম আদমি পার্টির বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। এবার নতুন দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। স্বরাষ্ট্রমন্ত্রককে ইডি জানিয়েছে, ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বিদেশ থেকে ৭.০৮ কোটি অনুদান টাকা পেয়েছে অরবিন্দ  কেজরিওয়ালের দল। বিদেশি অনুদান সংক্রান্ত আইন, জনপ্রতিনিধি আইন ও ভারতীয় দণ্ডবিধি লঙ্ঘন করেছে আম আদমি পার্টি। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, ওমানের মতো দেশ থেকে অনুদান পেয়েছে আম আদমি পার্টি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে ডসিয়ের দিয়েছে ইডি। আম আদমি পার্টি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। কেজরিওয়ালের দলের দাবি, তাঁদের কালিমালিপ্ত করতে রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে।

একাধিক বেআইনি কার্যকলাপের অভিযোগ ইডি-র

ইডি-র দাবি, আম আদমি পার্টি বিদেশ থেকে যে অনুদান পেয়েছে, তাতে একাধিক নিয়ম লঙ্ঘন হয়েছে। আদ আদমি পার্টির একাধিক নেতার বিরুদ্ধেও বেআইনি কার্যকলাপের অভিযোগ এনেছে ইডি। বিধায়ক দুর্গেশ পাঠকের বিরুদ্ধে ২০১৬ সালে কানাডায় একটি তহবিল সংগ্রহ সংক্রান্ত অনুষ্ঠানে পাওয়া অর্থ ব্যক্তিগত উদ্দেশ্যে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আম আদমি পার্টির ওভারসিজ ইন্ডিয়ার বর্তমান আহ্বায়ক অনিকেত সাক্সেনা, আম আদমি পার্টির ওভারসিজ ইন্ডিয়ার প্রাক্তন আহ্বায়ক কুমার বিশ্বাস, আম আদমি পার্টির প্রাক্তন সদস্য কপিল ভরদ্বাজ ও দুর্গেশের মধ্যে ই-মেলে যে সব তথ্য আদান-প্রদান হয়েছে, তার ভিত্তিতেই নতুন অভিযোগ এনেছে ইডি।

বিদেশি অনুদানের ক্ষেত্রেও দুর্নীতি!

ইডি-র দাবি, বিদেশে থেকে আম আদমি পার্টিকে যাঁরা অর্থসাহায্য করেছেন, তাঁদের অনেকেই একই পাসপোর্ট নাম্বার, ই-মেইল আইডি, মোবাইল নাম্বার ও ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ও কানাডা থেকে যাঁরা অর্থসাহায্য করেছেন, তাঁদের নাম গোপন রাখা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ভুল্লারের মুক্তির বিনিময়ে আম আদমি পার্টিকে ১৬ বিলিয়ন টাকা দিয়েছিল খালিস্তানিরা! বিস্ফোরক তথ্য প্রকাশ্যে

'মোদী আবার জিতলেই মমতা জেলে যাবে', যোগীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুললেন কেজরিওয়াল

Arvind Kejriwal: 'স্বাধীনতা সংগ্রামে শহিদ কেজরিওয়াল,' সুনীতার দাবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় তামাশা

PREV
click me!

Recommended Stories

আধারের ফটোকপি জমা রাখা আর বাধ্যতামূলক নয়, নয়া নিয়ম আনছে কর্তৃপক্ষ, জেনে নিন বিস্তারিত
Indigo Flights Cancelled : ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত! চরম ভোগান্তি, আকাশপথে জট, রেলপথেই সমাধান!