সংক্ষিপ্ত

আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জাতি এন নেতা মিশন শুরু করেছে। তাতেই সমস্যা বাড়বে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।

 

জেল থেকে ছাড়া পেয়ে রীতিমত বিস্ফোরক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেন, নরেন্দ্র মোদী যদি তৃতীয়বারের জন্য দিল্লির ক্ষমতা ফিরে আসে তাহলে বিপদ! বিরোধী একাধিক নেতাকে তিনি জেলে পাঠাবেন। শুধু তাই নয়, বিপদ রয়েছে বিজেপির নেতাদের জন্য। যোগী আদিত্যনাথ থেকে শুরু করে একাধিক নেতার জন্য সমস্যা তৈরি হবে।

আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জাতি এন নেতা মিশন শুরু করেছে। তাতেই সমস্যা বাড়বে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। তিনি বলেন মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী যোগী

কোটিপতি CPIM-এর সৃজন ভট্টাচার্যের নেই গাড়ি, যাদবপুরের TMC প্রার্থী সায়নী ঘোষের ঘাড়ে লক্ষ লক্ষ টাকার দেনা

আদিত্যনাথের রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে। তিনি আরও বলেন, আডবানি, মুরলি মনোহর যোশী, শিবরাজ সিং চৌহান, বসুন্ধরা রাজে, খট্টর সিং, রমন সিং এর রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে গেছে। এর পরই লাইনে রয়েছে যোগী আদিত্যনাথ। কেজরিওয়াল আরও বলেন, যদি মোদী জেতেন তাহলে মাত্র দুই মাসের মধ্যেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পরিবর্তন করে দেবেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচ বছরে ফুলেফেঁপে উঠেছেন, নগদ থেকে স্থাবর সম্পত্তি বেড়েছে কয়েক গুণ

এখানেই শেষ নয়, কেজরিওয়াল হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিরোধী দলের নেতা ও নেত্রীদের। তিনি সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তামিল মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকে। কেজরিওয়াল বলেছেন, এই দুই বিরোধী নেতানেত্রীকেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরে বিজেপি ক্ষমতায় এলেই জেলে পাঠাবে। তিনি আরও বলেন, বিজেপি বিরোধী নেতাদের জেলে পাঠাবে আর তাদের শেষ করে দেবে। তিনি বলেছেন, 'আমাদের মন্ত্রীরা, হেমন্ত সোরেন , মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দলের মন্ত্রীরা জেলে... যদি তারা বিজেপি আবার জেতে তাহলে মমতা , স্ট্যালিন,আরজেডি নেতা তেজস্বী যাদব, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, উদ্ধব ঠাকরে সহ অন্য অনেক নেতারই জেলে ঠাঁই হবে।' কেজরিওয়াল আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিজেপির ক্ষমতা দখলের মূল কারিগর হিসেবে উল্লেখ করেছেন। এটাই স্পষ্ট যে বিজেপি কীভাবে বিধানসভা নির্বাচনের আগে ক্ষমতা দখলের জন্য নিজের দলের একাধিক মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিয়েছিল। তিনি আরও বলেন, বিজেপির এই আচরণ থেকেই স্পষ্ট ক্ষমতা ছাড়া আর কিছুই দেখে না গেরুয়া শিবিরের নেতানেত্রীরা।

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্যের, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীর মামলা খারিজ

শুক্রবার সুপ্রিম কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রীকে লোকসভা নির্বাচনের প্রচারের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। নির্বাচনের ঠিক আগে তাঁর গ্রেফতারি নিয়েও প্রশ্ন তুলেছে। তবে আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ভোট শেষে হওয়ার পরে কেজরিওয়ালের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিয়েছে।