Narendra Modi: ১৩ বারাণসীতে রোড শো, পরদিন মনোনয়ন পেশ নরেন্দ্র মোদীর

এবারের লোকসভা নির্বাচনে দেশজুড়ে প্রচার চালাচ্ছেন নরেন্দ্র মোদী। তিনি বারবার পশ্চিমবঙ্গেও প্রচারে আসছেন। শুক্রবারই বাংলায় ৩টি জনসভায় যোগ দেন মোদী।

১৩ মে নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে রোড শো করতে চলেছেন বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী। পরদিন তিনি মনোনয়ন পেশ করতে চলেছেন। এবার বারাণসীতে মোদীর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী অজয় রাই। টানা তৃতীয়বার বারাণসী থেকে সাংসদ হওয়ার লক্ষ্যে মোদী। বারাণসীতে ভোটগ্রহণ করা হবে ১ জুন। সেদিন সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। এই কেন্দ্রে মনোনয়ন পেশের সময়সীমা ৭ মে থেকে ১৪ মে। মনোনয়ন পেশের শেষ দিনই নিজের মনোয়ন পেশ করবেন মোদী। এবার তাঁর প্রস্তাবক কারা হবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। অতীতে মোদীর প্রস্তাবক হিসেবে চা বিক্রেতাকে দেখা গিয়েছে। এবারও সেরকম কোনও চমক থাকতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।

বড় ব্যবধানে জয়ের লক্ষ্যে মোদী

Latest Videos

২০১৪ সালে প্রথমবার লোকসভা নির্বাচনে প্রার্থী হন মোদী। সেবার বারাণসীতে তিনি ৩.৩৭ ভোটের ব্যবধানে জয় পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি ২ লক্ষ ভোট পেলেও, মোদীর চেয়ে অনেক পিছিয়ে ছিলেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মোদীর জয়ের ব্যবধান বেড়ে যায়। সেবার তিনি ৪,৭৯,৫০৫ ভোটের ব্যবধানে জয় পান। তিনি ৬,৭৪,৬৬৪ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টি প্রার্থী শালিনী যাদব ১,৯৫,১৫৯ ভোট পান। এবার জয়ের ব্যবধান বৃদ্ধি করার আশায় বিজেপি

মোদীর বিরুদ্ধে প্রার্থী কমেডিয়ান

তৃতীয়বার বারাণসীতে প্রার্থী হয়েছেন উত্তরপ্রদেশের কংগ্রেস প্রধান অজয়। তিনি এর আগে ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মোদীর বিরুদ্ধে লড়াই করে বড় ব্যবধানে হেরে যান। তবে এবারও লড়াই করছেন অজয়। তাঁর পাশাপাশি বারাণসীতে প্রার্থী হয়েছেন রাজস্থানের স্ট্যান্ড-আপ কমেডিয়ান শ্যাম রঙ্গিলা। তিনি মোদীর মিমিক্রি করার জন্য বিখ্যাত হয়ে গিয়েছেন। বুধবার সোশ্যাল মিডিয়া পোস্টে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছেন রঙ্গিলা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Viral video of Modi: সত্যি কি ফুচকা বিক্রি করছেন মোদী! দেখুন অনিল ঠক্করের ভাইরাল ভিডিও

Narendra Modi: 'জীবন থাকতে মুসলমানদের ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করতে দেব না', কোটা নিয়ে আবার সরব মোদী

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Baghajatin-এ চোখের সামনেই ধসে পড়লো আস্ত চারতলার ফ্ল্যাট! #shorts #shortsfeed #shortsviral
‘একধারে লক্ষ্মীর ভাণ্ডার একধারে বিষ!’ Mamata Banerjee-কে কড়া তোপ Agnimitra Paul-এর, দেখুন
Rashifal Today: আজ ভাগ্যের চাকা ঘুরবে কোনদিকে! কেমন যাবে আজকের দিন, জানুন আজকের রাশিফলে
'সাধু হয়ে গেছে! জ্ঞানেশ্বরী উড়িয়েছিল, আজ এখানে ভাষণ দিচ্ছে' | Suvendu Adhikari | Bangla News |
Live : MahaKumbh 2025 | শুরু মহাকুম্ভ ২০২৫, শুরু পুণ্য স্নান, দেখুন সরাসরি | Makar Sankranti