অনলাইনের পার্সেল খুলতেই বিস্ফোরণ! ভয়াবহ ঘটনা গুজরাটে, জানলে গা শিউরে উঠবে

Published : May 03, 2024, 12:16 PM ISTUpdated : May 03, 2024, 12:44 PM IST
Parcel

সংক্ষিপ্ত

পার্সেল খুলতেই বিস্ফোরণ! ভয়াবহ ঘটনা গুজরাটে

পার্সেল হাতে নিতেই ঘটেছে জোর বিস্ফোরণ। পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার এক ব্যক্তির বাড়ি পার্সেল আসে। অন্যদিনের মতোই নির্দ্বিধায় পার্সেল নেন তিনি। কিন্তু খোলার সময়তেই ঘুটাল মারাত্মক ঘটনা। প্যাকেট খুলতেই তুমুল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।

উত্তর গুরাটের ভাদালি বেল্টের ভেদা গ্রামের ঘটনা। বিস্ফোরণের জেরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই বিস্ফোরণে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। মৃতের নাম জিতেন্দ্র হীরাভাই বানজারা ও তাঁর মেয়ে ভুমিকা বানজারা। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে জিতেন্দ্রর। এবং হাসপাতালে যাওয়ার পরে মৃত্যু হয়েছে ভুমিকার।

এই বিস্ফোরণের জেরে গুরতর আহত হয়েছেন জিতেন্দ্র আরও দুইমেয়ে। তাদের মধ্যে একজনের বয়স ৯ বছর ও ১০ বছর। আহতদের চিকিৎসার জন্য হিমন্তনগর সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পার্সেলটি কে পৌঁছে দিয়েছিল এবং কীভাবে এটিতে বিস্ফোরণ হয়েছিল তা তদন্ত করছে পুলিশ।

PREV
click me!

Recommended Stories

বিএলও-দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারকে কড়া নির্দেশ শীর্ষ আদালতের
বন্দে মাতরম সম্পাদনা কি দেশভাগের কারণ? অমিত শাহের মন্তব্যে তোলপাড়