২০১৯ সালের লোকসভা নির্বাচনে আমেঠির পাশাপাশি ওয়েনাড় থেকেও প্রার্থী হন রাহুল গান্ধী। তবে এবারের লোকসভা নির্বাচনে তিনি শুধু ওয়েনাড় থেকেই প্রার্থী হচ্ছেন।
বোন প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গে নিয়ে কেরালার ওয়েনাড় থেকে লোকসভা নির্বাচনে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী। ২০১৯ সালে ওয়েনাড় থেকেই সাংসদ হন রাহুল। এবারও এই কেন্দ্র থেকেই তিনি লোকসভা নির্বাচনে লড়াই করছেন। মনোনয়ন জমা দেওয়ার পর সোশ্যাল মিডিয়া পোস্টে বিজেপি-কে তীব্র আক্রমণ করেছেন রাহুল। তিনি লিখেছেন, ‘ওয়েনাড় আমার নিজের জায়গা। ওয়েনাড়ের মানুষ আমার পরিবারের সদস্য। গত পাঁচ বছরে আমি তাঁদের কাছ থেকে অনেককিছু শিখেছি। প্রচুর ভালোবাসা ও স্নেহ পেয়েছি। আমি লোকসভা নির্বাচন ২০২৪-এর জন্য ফের এই সুন্দর জায়গা থেকে মনোনয়ন পেশ করলাম। এর জন্য আমি যেমন গর্বিত তেমনই বিনয়ী হয়ে পড়েছি। এই নির্বাচনে ভারতের আত্মার জন্য লড়াই হচ্ছে। ঘৃণা, দুর্নীতি এবং যে অবিচারের মাধ্যমে ভারত মাতার কণ্ঠরোধ করা হচ্ছে, সেই শক্তির হাত থেকে আমাদের গণতন্ত্রকে রক্ষা করার জন্য লড়াই। ইন্ডিয়ার প্রতিটি সদস্যের সঙ্গে আমি এই লড়াইয়ে জয় না পাওয়া পর্যন্ত বিশ্রাম নেব না। কন্যাকুমারী থেকে কাশ্মীর, মণিপুর থেকে মুম্বই পর্যন্ত আমাদের রাজ্যগুলির সংযুক্তির সব নাগরিককে শক্তিশালী করে তুলব। জুড়বে ভারত, জিতবে ইন্ডিয়া।’
জয়ের ব্যবধান বাড়াতে পারবেন রাহুল?
২০১৯ সালের লোকসভা নির্বাচনে ওয়েনাড় থেকে ৪ লক্ষেরও বেশি ভোটে জয় পান রাহুল। সেবার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপিআই নেতা পি পি সুনীর। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন ও সিপিআই নেতা অ্যানি রাজার বিরুদ্ধে লড়াই রাহুলের। ইন্ডিয়া জোটে কংগ্রেসের সঙ্গেই আছে সিপিআই। তবে কেরালায় আসন সমঝোতা হয়নি। এই দুই দল পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে। কংগ্রেস শিবিরের আশা, গতবারের চেয়েও বেশি ভোটে জয় পাবেন রাহুল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
PM Modi: 'বাছাই করে ময়দান ছাড়া করুন', রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা তোপ নরেন্দ্র মোদীর