Mani Shankar Aiyar: 'পাকিস্তানের হাতেও পরমাণু বোমা আছে, ভারতের শ্রদ্ধাশীল থাকা উচিত,' ফের বিতর্কে মণিশঙ্কর আইয়ার

লোকসভা নির্বাচন এলেই বিতর্কিত মন্তব্য করেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার। এবারের লোকসভা নির্বাচনও ব্যতিক্রম নয়। ফের এই কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে।

ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার। তাঁর দাবি, পাকিস্তানের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত ভারতের। পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র থাকার কথা উল্লেখ করে আইয়ার বলেছেন, সামরিক শক্তি প্রদর্শনের বদলে ইসলমাবাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া উচিত নয়াদিল্লির। এক সাক্ষাৎকারে এই কংগ্রেস নেতার বক্তব্য, ‘পাকিস্তানের প্রতি শ্রদ্ধা বজায় রেখেই যত খুশি কড়া শব্দ ব্যবহার করা যেতে পারে। কিন্তু আলোচনা চালিয়ে যেতেই হবে। কিন্তু কেউ যদি হাতে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়, তাহলে কোনও সমস্যারই সমাধান হবে না। এর ফলে শুধু উত্তেজনা বেড়ে যাবে।’

'পাকিস্তানকে সম্মান দিতে হবে'

Latest Videos

আইয়ার আরও বলেছেন, ‘পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র আছে। আমাদের কাছেও পরমাণু অস্ত্র আছে। কোনও উন্মাদ যদি লাহোরে বোমা বিস্ফোরণের সিদ্ধান্ত নেয়, তাহলে ৮ সেকেন্ডেরও কম সময়ে অমৃতসরে তার বিকিরণ পৌঁছে যাবে। আমরা যদি ওদের সম্মান দিই, তাহলে ওরা শান্ত থাকবে। কিন্তু আমরা যদি ওদের প্রতি কঠোর আচরণ করি, তাহলে যদি কোনও উন্মাদ ভারতে পরমাণু বোমা ফেলার সিদ্ধান্ত নেয়, তখন কী হবে?’

 

 

মণিশঙ্করের তীব্র সমালোচনায় বিজেপি

মণিশঙ্করের মন্তব্যের কড়া সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেছেন, ‘এই নির্বাচনে রাহুল গান্ধী ও কংগ্রেসের নীতি-আদর্শ পুরোপুরি প্রকাশ্যে এসে গিয়েছে। ওরা পাকিস্তানকে সমর্থন করেছে। সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত সংগঠনগুলিকে সমর্থন করছে। বড়মাপের দুর্নীতি ও জনগণের টাকা লুঠ করাই ওদের লক্ষ্য। স্যাম পিত্রোদার মতো লোকজন বর্ণবিদ্বেষী ও বিভাজনমূলক মন্তব্য করে চলেছেন। মুসলিম সম্প্রদায়কে তোষণ করা হচ্ছে। চিনা কমিউনিস্ট পার্টির সঙ্গে কংগ্রেসের জোট হয়েছে। আজ কংগ্রেসের পর্বে এসে গিয়েছেন মণিশঙ্কর আইয়ার।’ অপর এক কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, ‘এটাই কংগ্রেসের ভয়। এটাই পাকিস্তানের প্রতি কংগ্রেসের ভালোবাসা। কংগ্রেস নেতারা ভারতে থাকেন,, কিন্তু তাঁদের হৃদয় পাকিস্তানে। পাকিস্তানকে কী করে ঠিক করতে হয় ভারত জানে।’

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Pakistan: 'ভারত সুপারপাওয়া আর পাকিস্তান ভিক্ষা করছে', সংসদের ভাষণে হাহুতাশ ডানপন্থী পাক-নেতার

ভোটের আগে লস্কর জঙ্গিদের ফুলপ্রুফ হামলার প্ল্যান বানচাল, ভারতীয় সেনার মাস্টারস্ট্রোকে হতভম্ব পাকিস্তান

'পাকিস্তান সন্ত্রাসবাদকে শিল্পের স্তরে নিয়ে গেছে', সিঙ্গাপুর থেকে হুঁশিয়ারি ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?