এবারের লোকসভা নির্বাচনে ৭ দফায় ভোটগ্রহণ হয়েছে। শনিবার সপ্তম দফার ভোটগ্রহণ হল। মঙ্গলবার ফলপ্রকাশ হবে। তবে তার আগেই দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা।
এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ২৩ থেকে ২৭টি আসন পেতে পারে বিজেপি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৩ থেকে ১৭টি আসন। বাম-কংগ্রেস জোট পেতে পারে ১ থেকে ৩টি আসন। আসনের পাশাপাশি ভোট শতাংশের হিসেবেও তৃণমূল কংগ্রেসকে পিছনে ফেলে দিচ্ছে বিজেপি। পশ্চিমবঙ্গে ৪২.৫ শতাংশ ভোট পেতে পারে বিজেপি। তৃণমূল কংগ্রেস পেতে পারে ৪১.৫ শতাংশ ভোট। বাম-কংগ্রেস জোট পেতে পারে ১৩.২ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারে ২.৮ শতাংশ ভোট। এমনই বলছে এবিপি-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা। এই সমীক্ষার ফল মিলে গেলে রাজ্যে বড় পট পরিবর্তন হতে পারে।
অনেক আসন বাড়িয়ে নিতে পারে বিজেপি
পশ্চিমবঙ্গে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১৮ আসন পেয়েছিল বিজেপি। তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২২টি আসন। কংগ্রেসের দখলে ছিল ২টি আসন। এবার বাংলায় অনেক বেশি আসন পেতে পারে বিজেপি। ভোট শতাংশের হিসেবেও যদি রাজ্যের শাসক দলকে পিছনে ফেলে দিতে পারে কেন্দ্রের শাসক দল, তাহলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে অনেক বদল হতে পারে। তৃণমূল কংগ্রেস যদি গতবারের চেয়ে কম আসন ও ভোট পায়, তাহলে চাপ বাড়বে। বাংলায় বাম ও কংগ্রেসের অবস্থার খুব একটা পরিবর্তন হচ্ছে না। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে কোনও আসনেই জয় পায়নি বামেরা। এবার সিপিআইএম কোনও আসনে জয় পাবে কি না সেটা নিয়েই রাজনৈতিক মহলের আগ্রহ রয়েছে।
কী কারণে আসন ও ভোট বাড়তে পারে বিজেপি-র?
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে হিন্দু ভোট অনেকটা একত্রিত হয়েছে এবং মুসলিম ভোট কিছুটা ভাগ হয়েছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে থাকতেই বেশিরভাগ মুসলিম ভোট পেয়ে এসেছে। কিন্তু এবার মুসলিম ভোটের একাংশ পেতে পারে বাম-কংগ্রেস। এর ফলেই তৃণমূল কংগ্রেসের আসন কমতে পারে এবং বিজেপি-র আসন বাড়তে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
JAN KI BAAT EXIT POLL 2024: ফের একবার-মোদী সরকার, এক্সিট পোলে লিড করছে এনডিএ, ঝুলিতে ৩৭৭টি আসন
ভোটের রেজাল্ট বের হওয়ার আগেই মমতা-অভিষেককে পিছনে ফেললেন শুভেন্দু অধিকারী! রেকর্ড গড়ে নজির
ভোট শেষের আগেই প্রশান্ত কিশোরের 'এক্সিট পোল', জানিয়ে দিলেন কটি আসন পাবে বিজেপি